2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে, বাঁধনকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন!

এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে, বাঁধনকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন! - the Bengali Times
ছবি সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক ইস্যুতে বরাবরই সরব আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। বর্তমানে তিনি ‘বদলের বাংলাদেশ’ নিয়ে টানা লিখে চলেছেন। এবার তার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

গত বছরের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন বাঁধন। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দেন এবং দেশের সংস্কারের দাবি তোলেন। একাধিকবার মাইকে চিৎকার করে তাকে বলতে শোনা যায়, “এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই।” এমনকি, উত্তপ্ত পরিস্থিতিতে আঁশবঁটি হাতে রাতের ঢাকায় পাহারা দিতেও দেখা গিয়েছিল তাকে। সাহসী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত বাঁধনের ভূমিকা তখন ব্যাপক সমাদৃত হয়েছে।

- Advertisement -

তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজমেরী হক বাঁধনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন। তিনি ছাত্র আন্দোলনের সময়কার বাঁধনের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?”

তসলিমার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ তাকে ‘অমাবস্যার চাঁদ’ বলেও উপহাস করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles