6.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

মধ্যরাত পর্যন্ত সাবিনাদের সঙ্গে থেকেও ব্যর্থ তাবিথ

মধ্যরাত পর্যন্ত সাবিনাদের সঙ্গে থেকেও ব্যর্থ তাবিথ - the Bengali Times

বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক করেও তার অনুরোধ রাখেননি বিদ্রোহী নারী ফুটবলারা ফাইল ছবি বাফুফে

বিদ্রোহী ১৮ সিনিয়র ফুটবলাররা কোন কিছুরই তোয়াক্কা করছেন না। কেননা তারা বাফুফে সভাপতির অনুরোধ অগ্রাহ্য করার সাহস দেখিয়েছেন। যার প্রতি তাদের অভিযোগের তীর, সেই ব্রিটিশ হেড কোচ পিটার বাটলারের অধীনে শনিবারও ফেরেননি কাঙ্খিত অনুশীলনে। এতে করে সাবিনাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়েছে চরম বিদ্বেষ। সবাই বলছেন, চরম পর্যায়ে পৌঁছেছে সাবিনাদের এই ঔদ্ধত্য!

কোচ-১৮ ফুটবলারদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ কমিটির রিপোর্ট দেওয়ার রাতেই সভাপতি তাবিথ আউয়াল বাফুফে ভবনে গিয়েছিলেন শুক্রবার রাতে। মধ্যরাত পর্যন্ত (১১টা থেকে ২টা পর্যন্ত) বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কথা বলে তাদেরকে নানান ভাবে বুঝিয়ে অনুশীলনে ফেরার অনুরোধও করেছেন। কিন্তু বাফুফে সভাপতির অনুরোধে ও সাড়া দেননি সাবিনা সহ ১৮ ফুটবলার। বাটলার থাকলে তারা অনুশীলনে যাবেন না বলে আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন।

- Advertisement -

জানা গেছে, সভাপতি বিদ্রোহী খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলেন। তাদের সমস্যা নিজে শোনেন ও সব সমস্যা সামধানের আশ্বাস দেন। কোচ যেন অনুশীলনে কোনও খারাপ ব্যবহার করতে না করতে পারে সেটাও বলেন। খেলা ছেড়ে মেয়েরা যেন হারিয়ে না যায় তার জন্য কোচিং থেকে শুরু করে বাফুফেতে চাকরি দেওয়াসহ নানাভাবে বোঝান। কিন্তু সাবিনাদের গোঁয়ার্তুমি কমেনি। তারা সভাপতির অনুরোধ না শুনে প্রকারান্তরে তাকে অপমানই করেন!

বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে ১৬ জনই নেপালে সাফ জয়ী ফুটবলার। তারা অনুশীলনে না আসায় বাটলার অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের অনুশীলন ক্যাম্পে ডেকেছেন। সব মিলিয়ে তার অধীনে ৩৩ জন অনুশীলন করছেন। এর মধ্যে থেকেই সংযুক্ত আরব আমিরাত সফরের দল গড়তে চান বাটলার। তাছাড়া অনেকদিন ধরে অনুশীলন না করায় সাবিনারা এখন আনফিটও বটে। এবং তারা এখন বাফুফে সভাপতিকেও মান্য না করে ঔদ্ধত্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন!

- Advertisement -

Related Articles

Latest Articles