8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

বচ্চন পরিবারের সদস্য হতে চলেছেন শাহরুখ কন্যা!

বচ্চন পরিবারের সদস্য হতে চলেছেন শাহরুখ কন্যা! - the Bengali Times

শাহরুখ কন্যা সুহানা খান ডানে বচ্চন পরিবার ছবি সংগৃহীত

অনেকদিন ধরেই গুঞ্জন, বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্তা নন্দা। বলা যায়, এই মুহূর্তে সুহানার সঙ্গে এখন নিবিড় যোগাযোগ বচ্চন পরিবারের সঙ্গে।

শোনা গেছে, অভিষেক বচ্চন নাকি সুহানার মাথায় হাত রেখে আশির্বাদও করেছেন। আবার অগস্ত্যার মা তথা হবু শাশুড়ি শ্বেতা বচ্চন নন্দার মন নাকি বরফের মতো কঠিন! তাই বচ্চন পরিবারের নতুন সদস্য হবেন কিনা শাহরুখ কন্যা- তা নিয়েও ছিল নানান চর্চা। এবার সে দ্বিধাও দূর করলেন সুহানা খান নিজেই!

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানাচ্ছে, সম্প্রতি সুহানার এক ফটোশুটে মুগ্ধ শ্বেতা বচ্চন নন্দা। সে কথা সামাজিক যোগাযোগমাধ্যমেই জানালেন তিনি। বোঝা গেল, সুহানাকে অনেক পছন্দ করেন তার প্রেমিকের মা, অনেকটা খুশিই সুহানার প্রতি।

সুহানার সেই ফটোশুটে দেখা যায়, হাওয়ায় উড়ছে তার চুল। যেখানে সুহানার সৌন্দর্য ফুটে উঠেছে। নেটিজেনরা তো বটেই, তার রূপের প্রশংসা করলেন শ্বেতা নন্দা। লিখলেন, ‘ঝলমল করছ’। আবার মায়ের সেই মন্তব্য ভাগ করে নিয়েছেন সুহানার হবু ননদ নভ্যা। আর সে থেকেই বি টাউনে গুঞ্জন, মান্নাত ও বচ্চন বাড়িতে একসঙ্গেই বাজতে চলেছে বিয়ের সানাই!

অগ্যস্ত-সুহানা পরস্পরকে ভালোবাসেন, এই খবর অনেক দিনের। প্রায়ই একসঙ্গে তাদের দেখা মেলে। অনেক সময় অগ্যস্ত বোন নভ্যা নভেলি নন্দাকে সঙ্গে নিয়ে সুহানার সঙ্গে ছুটি কাটিয়েছেন বিদেশে। সব মিলিয়ে সুহানা যে বচ্চনবধূ হতে চলেছেন তেমনই শোনা যাচ্ছে অনেকদিন ধরে।

- Advertisement -

Related Articles

Latest Articles