5.4 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেন প্রধান শিক্ষক!

টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলেন প্রধান শিক্ষক! - the Bengali Times

মানিকগঞ্জের সিংগাইরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহণ ও নাস্তা বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম আতাউর রহমান। তিনি উপজেলার সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা প্রদানের নিদের্শনা দেন সরকার। তারই ধারাবাহিকতায় সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮৪৫ জন শিক্ষার্থীকে সদর হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে। গতকাল শনিবার সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য জেলা সদরে গিয়ে টিকা গ্রহণ করার কথা ছিল।

টিকা দেওয়াকে পুঁজি করে প্রধান শিক্ষক আতাউর রহমান প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে পরিবহণ ও নাস্তার খরচের নামে ২০০ টাকা করে প্রায় লক্ষাধিক টাকা উত্তোলন করেন। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী বলে, ‘টিকা গ্রহণের কথা বলে আতাউর স্যার আমাদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন।’

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে ১ লাখ ১৪ হাজার টাকা নেওয়া হয়েছিল। আগামীকালের মধ্যে সব শিক্ষার্থীদের টাকা হাতে হাতে ফেরত দেওয়া হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে যার যার মত টিকা নেবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা জানান, টাকা উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক তিনি প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলেছেন।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles