24.5 C
Toronto
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪

‘দিদি খাবেন মুড়ি, আমার বাদাম’ মমতার জন্য ভুবনের গান

‘দিদি খাবেন মুড়ি, আমার বাদাম’ মমতার জন্য ভুবনের গান - the Bengali Times
ছবি সংগ্রহ

হঠাৎ ভাইরাল হয়ে ‘সেলিব্রেটি’ বনে চলে গেছেন ভুবন বাদ্যকর। ‘কাঁচা বাদাম’ গান গেয়ে শুধু ভারত নয় বাংলাদেশের মানুষের মন জয় করেছেন ভুবন। তাকে নিয়ে ইউটিউব ও ফেসবুক থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্রত্যেকটি প্ল্যাটফর্মে মাতামাতির শেষ নেই।

এবার সেই ভাইরাল ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর পুরভোটের প্রচারেও পা মেলালেন। আজ পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। তাঁর হয়েই এদিন ভোট ময়দানে ভুবন বাদ্যকরকে নামতে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা।

- Advertisement -

তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বেচেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বেচেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’

অমল আরো বলেন, “ঠোঙায় করে বাদাম খাওয়ার অভ্যাস মানুষ ভুলেই গিয়েছে প্রায়। এখন যদি মানুষের সেই অভ্যাস আবার ফিরে আসে, তাহলে সেটা ভালোই হবে। ওনারও কিছু আয় হবে।”

ভুবন বাদ্যকর জানান, কলকাতায় এসে তাঁর ভালোই লাগছে। সবার অনুরোধে প্রচারে একবার ভাইরাল ‘বাদাম গান’ গান তিনি।

ভুবন জি ২৪ ঘণ্টাকে জানান, মুখ্যমন্ত্রীকে নিয়েও গান বানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন। আর তাকে নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, ‘দেশজুড়ে নাম দিদির, দেশজুড়ে নাম।’

- Advertisement -

Related Articles

Latest Articles