-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

কার টানে পাকিস্তানে যেতে চান ভারতীয় অভিনেত্রী?

কার টানে পাকিস্তানে যেতে চান ভারতীয় অভিনেত্রী? - the Bengali Times
অভিনেত্রী রাখি সাওয়ান্ত

পাকিস্তানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের দেখা করতেই প্রতিবেশী দেশটিতে যাবেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। ইতোমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

ওই পোস্টে দেখা যায়, ব্যাগ নিয়ে বিমানবন্দরে রয়েছেন রাখি। এক ভিডিও বার্তায় রাখি হানিয়া আমিরের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। এমনকি একসঙ্গে থাকার ইচ্ছেও প্রকাশ করেন রাখি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

- Advertisement -

ভিডিও বার্তায় রাখি বলেন, ‘আমি পাকিস্তানের সবচেয়ে বড় তারকাদের সঙ্গে দেখা করতে চাই। যার মধ্যে রয়েছেন- হানিয়া, নারগিসসহ আরও অনেকে। আমি পাকিস্তান যাচ্ছি। হানিয়া, আমাকে পিক করার জন্য বিমানবন্দরে আসো।’

সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে এই দুই অভিনেত্রীর চ্যালেঞ্জ ও তা মোকাবিলা চর্চায় রয়েছে। বিষয়টি ভালোভাবেই নিচ্ছে নেটিজেনরা।

এদিকে রাখির পাকিস্তানে আসার ভিডিওর প্রতিক্রিয়ায় হানিয়া আমিরও একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্টে হানিয়া বলেন, ‘আমি শুধু বলতে চাই, আমার জীবন বেদনাদায়ক ছিল। এরপর আমার জীবনে রাখি এলো। রাখিজি, আমি বিমানবন্দরে আসছি, আপনাকে নিতে।’

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পোস্ট করেছেন রাখি। ভারতে টিকটক বন্ধ হলে পাকিস্তানে চলে যাওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা রাখি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া, নারগিস ও দিদারকে নৃত্য-প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি একসঙ্গে তাদের তিনজনকে সহজেই পরাজিত করতে পারবেন।

নিজেকে ‘বলিউডের নম্বর ওয়ান আইটেম গার্ল’ এবং ‘রিয়েলিটি টিভির রানি’ বলে ঘোষণা দিয়ে তিনি পাকিস্তানি অভিনেত্রীদের উদ্দেশে বলেন, আমি তাদের হারিয়ে দেব। আমি হলাম সবচেয়ে বড় রিয়েলিটি শো কুইন। আমি সবাইকে হারাই এবং তাদেরও হারিয়ে দেব। আমি তাদের ঘাম ঝরিয়ে দেব। চ্যালেঞ্জ গ্রহণ এবং চ্যালেঞ্জ দেওয়া আমার আরেক নাম।

রাখির এই চ্যালেঞ্জের জবাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাচের ভিডিও শেয়ার করেন হানিয়া আমির। রাখির চ্যালেঞ্জের বক্তব্যে লিপ-সিঙ্ক করেন পাকিস্তানি এই অভিনেত্রী। ভিডিওতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন- রাখি জি, একজন আইকন।

- Advertisement -

Related Articles

Latest Articles