2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

অভিষেক বললেন, ‘আমার বউ আমারই’

অভিষেক বললেন, ‘আমার বউ আমারই’ - the Bengali Times
ছবি সংগৃহীত

গেল বছর থেকেই বিটাউনে গুঞ্জন চাউড় হয় যে, অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ হতে যাচ্ছে, যা নিয়ে সরগরম ছিল বলিপাড়া। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মাঝে ছিল আলোচনা-সমালোচনা।

তারকা দম্পতির ১৭ বছরের বিয়ে ভাঙবে, এমন আলোচনায় উঠে এসেছে অভিষেক বচ্চনের পরকীয়া চর্চাও। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের শুরুতেই মেয়ে-স্ত্রীর হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক বচ্চন। জানিয়েছেন একসঙ্গেই আছেন তারা।

- Advertisement -

বলিউড শাহেনশাহর ছেলে হওয়ার সুবাদে বাবা অমিতাভ বচ্চন কিংবা কখনো স্ত্রীর সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এ অভিনেতাকে। সম্প্রতি সিএনবিসি-টিভি ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা থেকে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে মনের ঝাঁপি খুলেছেন বচ্চনপুত্র।

পরিবারের সাফল্য, কৃতিত্ব ও গৌরবের বোঝা ক্যারিয়ারের শুরু থেকে বয়ে বেড়াচ্ছেন অভিষেক বচ্চন। এগুলো কি তার ওপর প্রভাব ফেলে?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, এটা কখনই সহজ নয়; কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনে শুনে আমি এই নিয়ে ইমিউন (প্রতিরোধী) হয়ে উঠেছি। আপনি যদি আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, তা হলে আমি ধরে নেব— আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন।

তিনি বলেন, আর আপনি যদি আমাকে সেরাদের সঙ্গে তুলনা করেন, তা হলে আমি বিশ্বাস করি যে, সম্ভবত আমি এই মহান নামগুলোর মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য। আমি এটাকে এভাবেই দেখি। আমার বাবা-মা আমার বাবা-মা, আমার পরিবার আমার পরিবার, আমার স্ত্রী আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা যা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত।

৮২ বছর বয়সেও কাজের প্রতি নিবেদিত প্রাণ অমিতাভ বচ্চন। বাবার সাফল্য কিংবা ঐশ্বরিয়ার নাম-যশ কোনো দিন তার নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়নি বলেও জানান অভিষেক।

উল্লেখ্য, অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমাতে শাহরুখ খানের সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান ও অভিষেক ভার্মা। এ ছাড়া রেমো ডি’সুজার বি হ্যাপি-তে দেখা মিলবে অভিষেক বচ্চনের।

- Advertisement -

Related Articles

Latest Articles