5.6 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

আমি আসলে ফেঁসে গেছি : মিথিলার স্বামী সৃজিত

আমি আসলে ফেঁসে গেছি : মিথিলার স্বামী সৃজিত - the Bengali Times
ছবি সংগৃহীত

ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী, যিনি আমাদের দেশে ‘জামাই’ হিসেবেও পরিচিত। প্রায় চার বছর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার শুরু করেন সৃজিত। তবে, বর্তমানে শোনা যাচ্ছে, তাদের এই সুখী সংসারে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষত, দীর্ঘ সময় ধরে তাদের অবস্থান কাঁটাতারের দুই পাড়ে থাকার কারণে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সৃজিত তার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কথা বলেন। তবে, সেই আলাপচারিতায় তার দাম্পত্য জীবন বা প্রেম সম্পর্কিত কোনও বিষয় আলোচিত হয়নি। কিন্তু সৃজিত একটি মজার মন্তব্য করেছেন, তিনি বলেছেন, “আমি ফেঁসে গেছি।” তবে, এই মন্তব্যের পেছনে কী কারণ ছিল এবং কেন তিনি এমন মন্তব্য করেছেন, তা জানা গেছে।

- Advertisement -

এ প্রসঙ্গে সৃজিত জানান, তার শখ ছিল ক্রীড়া সাংবাদিক হওয়ার, কিন্তু বর্তমানে তিনি একজন চলচ্চিত্র পরিচালক। সৃজিত বলেন, “আমি ক্রিকেটের বড় ভক্ত। মিউজিকের তুলনায় ক্রিকেট আমাকে বেশি টানে। খাওয়া-দাওয়া আর সিনেমার পরেই আমার আগ্রহ ক্রিকেটে,” তিনি আরও বলেন, “আমি সারাজীবন ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছিলাম।”

সৃজিত জানান, তিনি কখনও ভাবেননি চলচ্চিত্র পরিচালনা করবেন। তিনি বলেন, “এটা সত্যি যে, আমি ফেঁসে গেছি। আমি কখনো ছবির পরিচালক হওয়ার কথা ভাবিনি। কিন্তু যখন ব্যাঙ্গালুরুর ইএসপিএনের অফিসের পাশ দিয়ে স্কুটার চালিয়ে যেতাম, তখন আমার স্বপ্ন ছিল ক্রিকেট জার্নালিস্ট হওয়া।”

- Advertisement -

Related Articles

Latest Articles