-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী - the Bengali Times
অভিনেত্রী জেমি গার্টজ

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে পরিচিত জেমি গার্টজের মোট সম্পদ প্রায় ৬৬ হাজার কোটি টাকা, যা ভারতীয় চলচ্চিত্র সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং অক্ষয় কুমারের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। সবচেয়ে অবাক করা বিষয় বিশ্বের সবচেয়ে ধনী আমেরিকান এই অভিনেত্রীর ঝুলিতে নেই কোনো হিট সিনেমা।

শিকাগোতে ১৯৬৫ সালে ২৮ অক্টোবর ইলিনয়েসে জন্মগ্রহণ করেন জেমি গার্টজ। তার পিতা ওয়াল্টার গার্টজ এবং মাতা শ্যারন গার্টজ। তিনি এক ইহুদি পরিবারে বড় হয়েছেন এবং শিকাগোর জন এফ কেনেডি হাই স্কুলে পড়াশোনা করেন। পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ৮০-এর দশকের শুরুতে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

- Advertisement -

১৯৮১ সালে ‘এন্ডলেস লাভ’ চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় এবং পরে ‘লেস দ্যান জিরো’ (১৯৮৭) এবং ‘দ্য লস্ট বয়েজ’ (১৯৮৭)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। তবে বড় পর্দার থেকে টেলিভিশনে তিনি বেশি সাফল্য পেয়েছেন, যেমন ‘অ্যালি ম্যাকবিল’ সিরিজে তার চরিত্রের জন্য তিনি এমি মনোনয়ন পান।

জেমি গার্টজের প্রকৃত সম্পদের উত্থান ঘটে ১৯৮৯ সালে বিলিয়নিয়ার টনি রেসলারের সঙ্গে বিয়ের পর। এই দম্পতি মিলওয়াকি ব্রিউয়ার্স এবং আটলান্টা হকসের মালিকানায় রয়েছে। তাদের বিভিন্ন খাতে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে গার্টজ তার সম্পদের বিশাল পরিমাণ বৃদ্ধি করেছেন। তাদের তিনটি ছেলে রয়েছে : অলিভার, নিকোলাস, এবং থিও।

- Advertisement -

Related Articles

Latest Articles