0.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ব্রেকআপ ছাড়াই কীভাবে বিরতি নেবেন?

ব্রেকআপ ছাড়াই কীভাবে বিরতি নেবেন?
প্রতীকী ছবি

প্রেমিক-প্রেমিকার সম্পর্কে মাঝেমধ্যে এমন সব পরিস্থিতি সৃষ্টি হয় যখন জোর করে সম্পর্ক টিকিয়ে রাখলে জটিলতা বাড়ে। টানাপোড়েনের জেরে ছোট সমস্যাও বড় আকার ধারণ করে। এমন সময় যদি সাময়িক বিরতি নেয়া যায় তা হলে ফল ইতিবাচক হতে পারে। বিরতি মানেই তো বিচ্ছেদ নয়। কয়েক দিন অথবা কয়েক মাসের জন্য এই বিরতি নিলে সম্পর্ক আরও সুন্দর এবং সহজ হয়ে উঠবে।

বেসরকারি চাকরিজীবী ইয়াসির আরাফাতও তাই মনে করেন। তার ভাষ্য, এ ক্ষেত্রে কয়েক দিন সঙ্গীর থেকে বিচ্ছিন্ন থাকা প্রয়োজন। ইচ্ছা করলেও ফোন কিংবা মেসেজ করা থেকে নিজেকে আটকাতে হয়। কিছু দিন দূরে থাকলে সম্পর্কের আসল সমীকরণ স্পষ্ট হয়। আরাফাতেরও তাই হয়েছে। সঙ্গীকে ছেড়ে থাকার অনুভূতি কেমন সেটাও বুঝতে পেরেছেন তিনি।

- Advertisement -

অবশ্য বিশেষজ্ঞরা বলেন, সম্পর্কে বিরতি নেওয়ার বিষয়টি দুজনের সম্মতিতে হওয়া জরুরি। এই বিরতিতে দুজন কতটা স্বাধীনতা উপভোগ করবেন, সেটাও নিজেদের মধ্যে ঠিক করে নিতে হয়। এই পর্বে সম্পর্কের বোঝাপড়া ঠিক আছে কিনা সেটা যাচাই করা জরুরি। তবে একে-অপরকে দোষারোপ করলে চলবে না।

সম্পর্কে থাকলে অনেক সময় সঙ্গীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখতে গিয়ে নিজের কথা ভাবেন না। সম্পর্কের বিরতিতে নিজেকে সময় দেওয়া জরুরি। শুধু তাই নয়, বিষয়টি রপ্ত করে নেওয়াও জরুরি। তা হলে সম্পর্কে থাকাকালীন আর নিজেকে অবহেলা করার দরকার পড়ে না।

- Advertisement -

Related Articles

Latest Articles