5.6 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীদের ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীদের ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা - the Bengali Times
স্বস্তিকা মুখোপাধ্যায়

বরারবরই ঠোঁটকাটা স্বভাবের স্বস্তিকা মুখোপাধ্যায়। যখন যা মনে হয় তাই বলতে পছন্দ করেন। আগে পিছনে ভাবেন না। এই সময়ে এসেও সমাজে লিঙ্গবৈষ্যম্য বিরাজমান। সম্প্রতি এই বিষয়ে কড়া মন্তব্য করেছেন অভিনেত্রী।

তার ভাষ্যে, ২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনও পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।

- Advertisement -

পরিস্থিতির বদল প্রসঙ্গে স্বস্তিকা আরও বলেন, আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে! সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনাটা নিয়েও তো কত কাণ্ড! মানসিকতার যে কোনও রদবদলই হয়নি তা স্পষ্ট। এই পুরো ঘটনায় দোষী এক জনই, যিনি চুমু খাওয়ার ভিডিও করেছিলেন আর ছড়িয়ে দিয়েছিলেন। তাকে নিয়ে তো কোনও কথাই হল না। তার অন্যায়টা নিয়ে কেউ কথা বলল না, উল্টে ভালবেসে কেউ কিছু করলে সেটা নিয়ে হইচই করা হয়। মেয়েটি চুমু খেয়ে যত অপরাধ করল!

২৫ বছরের ক্যারিয়ার। কাজের ক্ষেত্রে এই বয়সে এসে কী মনে হয় সৌন্দর্য ধরে রাখার দিকে বিশেষ নজর দিতে হবে, এমন প্রশ্নে অভিনেত্রীর সহজাত উত্তর, অভিনয়ই আমার শেষ কথা। তবে যদি কখনও ইচ্ছে হয়, আমি বোটক্স করাব। সবাই করাচ্ছে তাই আমাকেও করাতে হবে, এমন নয়। যদি কখনও আমার মনে হয়, এই পাতলা ঠোঁট ভাল লাগছে না অথবা, কপালে অত্যধিক ভাঁজ পড়ে যাচ্ছে, তা হলে করাব। মানুষ এত দিনে জেনে গেছে স্বস্তিকা মুখোপাধ্যায় দেখতে ভাল। ওটা নতুন কিছু নয়। আমার সাজ, সৌন্দর্য মানুষ দেখে নিয়েছেন এই ২৫ বছরে। তা সে শাড়ি হোক অথবা বিকিনি। যা দেখেননি তা হল নতুন চরিত্রের মাধ্যমে আমার অভিনয়। সেটা আমাকে দেখাতে হবে।

সামনে ওয়েব সিরিজ ‘নিখোঁজ ২’-এ দেখা যাবে স্বস্তিকাকে। এখানে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ অফিসার চরিত্রে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles