-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’ - the Bengali Times

ছবি সংগৃহীত

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারদিন রহমানের বাড়ির দেওয়ালে এমন কথা লেখা হয়েছে। ফারদিনের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে। রোববার (১২ জানুয়ারি) রাতে তার বাড়ির দেয়ালে এ কথা লেখা হয়।

বিষয়টি সোমবার (১৩ জানুয়ারি) জানাজানি হয়। দেয়ালে এমন লেখা দেখে তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন ফারদিন রহমান। তার বাবার নাম বজলুর রহমান। তিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

- Advertisement -

জানা গেছে, গত বছরের ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফারদিন রহমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আটক হয়। পরদিন তাদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন তিনি মুক্তি পান।

ফারদিন রহমান বলেন, রোববার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাড়িতে আসি। এ সময় বাড়ির বাইরের দেয়ালে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফারদিন রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles