-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

দুষ্টু ভিডিওর সাইটে অংক শিখিয়ে কয়েক কোটি আয় তরুণীর!

দুষ্টু ভিডিওর সাইটে অংক শিখিয়ে কয়েক কোটি আয় তরুণীর! - the Bengali Times

ছবি সংগৃহীত

জারা এক জন খ্যাতনামী ইউটিউবারও বটে। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা লক্ষাধিক। মূলত বিভিন্ন গাণিতিক সমাধান, মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক সংক্রান্ত ভিডিও তিনি নিজের চ্যানেলে আপলোড করতেন।

শিক্ষাগত যোগ্যতা তাক লাগানোর মত। ছিলেন গবেষকও। নেটওয়ার্ক ও মেশিন লার্নিং-এর তুখোড় ছাত্রী। সব কিছু ছেড়ে একটি দুষ্টু ওয়েবসাইটে ছবি এবং ভিডিও বানিয়ে ভারতীয় মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি উপার্জন করেছেন জারা দার। জারা একজন খ্যাতনামী ইউটিউবারও বটে। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা লক্ষাধিক। মূলত বিভিন্ন গাণিতিক সমাধান, মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক সংক্রান্ত ভিডিও তিনি নিজের চ্যানেলে আপলোড করতেন। সম্প্রতি তিনি ইউটিউবের পাশাপাশি দুষ্টু ওয়েবাসাইটেও গণিত, নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিং-এর কনটেন্ট তৈরি করে আপলোড করেছেন।

- Advertisement -

সমাজমাধ্যমে দুষ্টু ভিডিওর এই তারকা জানিয়েছেন, বিজ্ঞান, প্রযুক্তি, এবং গাণিতিক সমাধানের ভিডিওগুলি প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ প্লাটফর্মে তিনি ভাগ করে নিচ্ছেন। সেই তথ্য অনেকেরই অজানা। কারণ ইউটিউবের আয়ের তুলনায় দুষ্টু প্লাটফর্মের আয় প্রায় তিন গুণ বেশি। জারা দাবি করেছেন দুষ্টু প্লাটফর্মে প্রতি ১০ লক্ষ বার দেখার জন্য ৮৬ হাজার টাকা আয় করা সম্ভব। সেখানে ইউটিউব একই সংখ্যক দর্শকের জন্য মাত্র ২৯ হাজার টাকা দেয়। সে কারণেই তিনি ইউটিউব এবং দুষ্টু প্লাটফর্মের উভয় জায়গাতেই তাঁর কনটেন্ট প্রচার করছেন এবং তা থেকে তিন গুণ বেশি আয়ের কথা ঘোষণা করেছেন।

জারার এই পোস্টটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। এই ধরনের শিক্ষামূলক ভিডিও যে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে পাওয়া যেতে পারে, তা নিয়ে বিস্ময়প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

- Advertisement -

Related Articles

Latest Articles