2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

অভিনেতাকে চুমুর পর ডেটল দিয়ে মুখ ধুতে হয়েছিল এই অভিনেত্রীকে

অভিনেতাকে চুমুর পর ডেটল দিয়ে মুখ ধুতে হয়েছিল এই অভিনেত্রীকে - the Bengali Times
নীনা গুপ্তা

প্রথম চুমু সবসময়ই বিশেষ। কিন্তু নীনা গুপ্তার চুম্বনের অভিজ্ঞতা মোটেও খুব একটা ভাল ছিল না। না, বাস্তব জীবনে নয়, আজ থেকে অনেক বছর আগে দাঁড়িয়ে সিরিয়াল অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম অনস্ক্রিন চুমু খেয়েছিলেন সহ অভিনেতা দিলিপ ধাওয়ানকে। সেটিই ছিল ধারাবাহিকে প্রথম ঠোঁটঠাসা চুমু।

সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তিনি বলেন, “একজন অভিনেতা হিসেবে সব রকম দৃশ্যের সঙ্গে পরিচিত হওয়া উচিত। কখনও কখনও কাদার মধ্যে পা দেওয়া উচিৎ আবার কখনও বা রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। দিলিপ ধাওয়ানের সঙ্গে চুম্বনের দৃশ্যের আগের রাত আমি ঘুমাতে পারিনি। এরকম নয় যে আমরা বন্ধু ছিলাম না। আমরা ভাল বন্ধু ছিলাম। ও দেখতেও বেশ ভাল ছিল। কিন্তু সেটা ব্যাপার নয়। শারীরিক ও মানসিকভাবে আমি নিজেই তৈরি ছিলাম না। খুব চিন্তায় ছিলাম।”

- Advertisement -

এখানেই না থেমে নীনা আরও যোগ করেন, কেউ কমেডি করতে পারেন না। কেউ আবার ক্যামেরার সামনে কাঁদতে পারেন না। আমি সেটা পারি। তবে যেই না ওই দৃশ্য শেষ হয়েছে, আমি ডেটল দিয়ে আমার মুখ ধুয়ে ফেলি। আমার জন্য গোটা ব্যাপারটা বেশ কষ্টসাধ্য ছিল।

বরাবরই সাহসী হিসেবে পরিচিত নীনা গুপ্তা। ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্কের কথা সকলেরই জানা। কোনোদিনই বিয়ে করেননি তারা। অবিবাহিত নীনা ও ভিভের সন্তান মাসাবা গুপ্ত। বিয়ে না হয়েই সন্তান, তা নিয়ে অতীতে কম জলঘোলা হয়নি। যদিও অতীত নিয়ে নীনা ভাবিত নন। ভিভের সঙ্গে তার সম্পর্কও বেশ ভাল। এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন। এরই মধ্যে অতীত ফিরে ফিরে আসে তার সাক্ষাৎকারে।

- Advertisement -

Related Articles

Latest Articles