1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা, চাহাল বললেন- ‘দুঃখ পাচ্ছি’

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা, চাহাল বললেন- ‘দুঃখ পাচ্ছি’ - the Bengali Times
ছবি সংগৃহীত

যুজবেন্দ্র চাহাল যে ভালো নেই, সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে গেছেন সেটা। গুঞ্জন আছে, ধনশ্রী ভর্মার সঙ্গে বিবাহ বিচ্ছ্বেদ হতে যাচ্ছে তার। দম্পতির জটিলতা নিয়েও চর্চা বহুদিন ধরে। দুজনের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ডিলিট করে দেওয়ায় জল্পনা আরও বেড়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা পছন্দ হচ্ছে না চাহালের। ভক্ত-সমর্থকদের তাই কড়জোর অনুরোধ করেছেন ভারতের তারকা স্পিনার।

২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। প্রশিক্ষণের সময় তাদের মধ্যে প্রেম হয়। পরে বিয়েতে পূর্ণতা পায়। এরপর একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবার যেন হয়েই গেছে। খোলাখুলিভাবে না বললেও প্রায়ই চাহাল বুঝিয়ে দেন, তাদের সম্পর্ক ভালো নেই।

- Advertisement -

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধনশ্রীকে টার্গেট করে পোস্ট করা হচ্ছে। কখনও মিথ্যে ছড়ানো হচ্ছে। বিষয়টিতে ‘কষ্ট’ পাবার কথা দুদিন আগে জানিয়েছেন ধনশ্রী। তার পরই গতকাল সমর্থকদের উদ্দেশ্যে লম্বা পোস্ট দিয়েছেন চাহাল। তিনি বলেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবার কৌতূহল বুঝতে পারছি। সমাজমাধ্যমে বেশ কিছু জিনিস লক্ষ্য করছি। সেগুলোর কিছু সত্যি হতে পারে আবার কিছু অসত্যও হতে পারে। কিন্তু এক পুত্র, ভাই এবং বন্ধু হিসাবে আমি আবেদন করছি এই সব জল্পনায় কান দেবেন না। এগুলো আমাকে এবং আমার পরিবারকে দুঃখ দিচ্ছে।’

বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করছেন চাহাল। যাতে স্পষ্ট হচ্ছে ধনশ্রীর সঙ্গে তার সম্পর্কের ফাটল। তবে হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, শিখর ধাওয়ান, দীনেশ কার্তিকের পর জুবিও কি বিবাহ বিচ্ছ্বেদের পথে হাঁটবেন, সময় দেবে উত্তর।

সময়ের দিকেই তাকিয়ে আছেন ধনশ্রীও। বুধবার ধনশ্রী লেখেন, ‘গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। সব থেকে বিরক্তিকর বিষয় হল, সত্যতা যাচাই না করেই কিছু লোকের সমাজমাধ্যমে ভিত্তিহীন লেখা এবং আমাকে নিয়ে ভুল মন্তব্য করা, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা। আমি সততায় বিশ্বাসী এবং আমার মূল্যবোধকে ধরে রেখে এগিয়ে যেতে চাই। একদিন না একদিন সত্যি সামনে আসবেই। তখন কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles