6.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত, যুবলীগ নেতা বহিষ্কার

তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত, যুবলীগ নেতা বহিষ্কার - the Bengali Times
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত করাসহ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে তাকে বহিষ্কার করেন।

- Advertisement -

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ডিএনসিসির ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাড়িঘর দখলসহ নানা অভিযোগ সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে জমা পড়েছে।

সবশেষ গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে রূপনগর ২৩ নম্বর রোডের মাথায় তুচ্ছ ঘটনায় জুলিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ (ডিজি) দায়ের করেন। এ জিডি তুলে নিতে কয়েক দফা হুমকি দেন বাপ্পি।

পরে তুলে নিয়ে গিয়ে আপোষ নামায় স্বাক্ষর নেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে বাপ্পিকে বহিষ্কার করা হয় যুবলীগ থেকে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের একটি পদ দীর্ঘদিন থেকে ফাঁকা ছিল। মিল্কি হত্যাকাণ্ডের পর যুবলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় সাখাওয়াত হোসেন চঞ্চলকে।

- Advertisement -

Related Articles

Latest Articles