25.1 C
Toronto
শনিবার, জুন ২৫, ২০২২

বিয়ের আমন্ত্রণপত্র হোয়াটসঅ্যাপের আদলে!

- Advertisement -

বিয়ের আমন্ত্রণপত্র হোয়াটসঅ্যাপের আদলে! - The Bengali Times

বিয়ের নিয়ে সবারই পরিকল্পনা থাকে। এমনকি বিয়ের দাওয়াত কার্ড কেমন হবে তাও পরিকল্পনা করা হয়। আর এ দাওয়াত কার্ডে ব্যাতিক্রম কিছু করার ইচ্ছে সবারই থাকে। তবে এমন ব্যাতিক্রমের খবর হয়তো আগে পাওয়া যায়নি। নিজেদের বিয়েতে ব্যতিক্রম কিছু করতে হোয়াটসঅ্যাপের আশ্রয় নিলেন ভারতের গুজরাটের সুরাটের এক দম্পতি। বিয়ের আমন্ত্রণপত্র ছাপালেন হোয়াটসঅ্যাপের আদলে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, এই দম্পতি হলেন আরজু ও চিন্তন। চিন্তন একজন ওয়েব ডিজাইনার। তিনিই নিজেই এই আমন্ত্রণপত্রের ডিজাইন করেছেন। এতে তার সময় লেগেছে সাতদিন। তাদের বিয়ে হবে ফেব্রুয়ারি মাসে।

আরও জানায়, হলুদ রঙের খামে থাকবে সবুজ রঙের কার্ডটি। খামে লেখা, আনলক ইনভাইটেশন। কার্ডটিতে আছে দম্পতির ছবি। এখানে স্ট্যাটাস হিসেবে লেখা আছে, আপনাকে আমাদের বিয়েতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। না থাকলে আপনাকে ব্লক করে দেব আমরা।

হোয়াটসঅ্যাপ লোগোর জায়গায় গণেশের ছবি বসানো হয়েছে। এই বিষয়ে আরজু বলেন, বিয়ের ঐতিহ্য বজায় রাখতে এমনটি করা হয়েছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles