1.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সুকেশের প্রতারণায় ‘লাভবান’ হয়েছেন জ্যাকলিন!

সুকেশের প্রতারণায় ‘লাভবান’ হয়েছেন জ্যাকলিন! - the Bengali Times
ছবি সংগৃহীত

জ্যাকলিন ফার্নানন্দেজকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তলবের কারণ, প্রতারক সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত ২০০ কোটি টাকার মামলা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হলো।

এর আগে বুধবারও (৮ ডিসেম্বর) তাকে তলব করেছিল ইডি। এই নিয়ে মোট চার বার এই একই মামলায় ইডির দপ্তরে গিয়েছেন জ্যাকলিন।

- Advertisement -

সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে অভিযোগ, তারা একাধিক বার বিত্তশালীদের আর্থিক ভাবে ঠকিয়েছেন। সেই মামলায় গ্রেপ্তার হন দম্পতি। তদন্তকারী সংস্থার ধারণা, সুকেশের প্রতারণায় ‘লাভবান’ হয়েছেন জ্যাকলিনও।

সুকেশের সঙ্গে জ্যাকলিনের যোগাযোগ, সম্পর্ক নিয়ে জলঘোলা হওয়ার পরেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইডির দপ্তরে যেতে হয়। দিন কয়েক আগে ইডি একটি চার্জশিট পেশ করেছিল।

সেই চার্জশিটে দাবি করা হয়, প্রতারণায় অভিযুক্ত সুকেশ চারটি পার্সি বিড়াল (যার মধ্যে একটির মূল্য ৯ লক্ষ টাকা), ঘোড়া, গয়নাগাটি, চিনামাটির তৈরি বাসনপত্র উপহার দিয়েছেন জ্যাকলিনকে। শুধু জ্যাকলিন নয়, নোরা ফতেহিকেও দামি গাড়ি উপহার দিয়েছেন সুকেশ।

গেল রবিবার (৫ ডিসেম্বর) দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বাই বিমানবন্দরে জ্যাকলিনকে কিছু সময়ের জন্য আটক করেন তদন্তকারীরা। মনে করা হয়েছিল, আটক করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। কিন্তু কিছুক্ষণ পরেই মুম্বাই বিমানবন্দর ছেড়ে বেরোনোর অনুমতি দেওয়া হয় শ্রীলঙ্কার এই সুন্দরীকে। নায়িকার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে ইডি।

- Advertisement -

Related Articles

Latest Articles