2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

মক্কার গ্র্যান্ড মসজিদে শাহরুখ-গৌরি, ছবিটি কি সত্যি?

মক্কার গ্র্যান্ড মসজিদে শাহরুখ-গৌরি, ছবিটি কি সত্যি? - the Bengali Times
ভাইরাল ছবি

নতুন বছরের শুরুতে বলিউড বাদশা শাহরুখ খান, তার স্ত্রী গৌরি এবং ছেলে আরিয়ান পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদে গিয়েছেন— এমন একটি ছবি স্যোশালে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দাবি করা হচ্ছে শাহরুখ খান স্ত্রী-সন্তান নিয়ে বছরের প্রথম দিনে গ্র্যান্ড মসজিদে গিয়েছিলেন। তবে ছবিগুলো সত্য নয়।

প্রতিবেদনে বলা হয়, কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। তবে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ছবিটি এআই দিয়ে তৈরি। তবে পরবর্তীতে ছবিটি সূত্র ও ক্যাপশন ছাড়াই ছড়িয়ে পড়ে।

- Advertisement -

শাহরুখ খানের স্ত্রী গৌরী সনাতন ধর্মালম্বী। স্বামী-স্ত্রী দুই ধর্মের হলেও তিন দশক ধরে চুটিয়ে সংসার করছেন তারা। দুই দশক আগে গৌরি বলেছিলেন, তিনি স্বামীর ধর্মকে সম্মান করেন। কিন্তু ধর্মান্তরিত হওয়ায় তার বিশ্বাস নেই। তিনি মনে করেন সব ব্যক্তির নিজ নিজ ধর্ম মেনে চলার অধিকার রয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ডিপফেকের বিস্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে ইতোমধ্যে অভিনেত্রী রাশমিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ এবং আমির খানের ভুয়া ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এর সর্বশেষ শিকার হলেন শাহরুখ খান।

- Advertisement -

Related Articles

Latest Articles