12.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

বিপিএল শুরুর কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপজয়ী তারকাকে দলে টানল ঢাকা

বিপিএল শুরুর কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপজয়ী তারকাকে দলে টানল ঢাকা - the Bengali Times
জেসন রয়

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। তবে আসর শুরুর কয়েক ঘণ্টা আগেও দল গোছাতে ব্যস্ত নবাগত ঢাকা ক্যাপিটালস। শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটার জেসন রয়কে দলে টেনেছে তারা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে দলে নেয়ার বিষয়টি ঢাকা ক্যাপিটালসের কর্ণধার এবং ঢালিউড সুপারস্টার শাকিব খান ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেন।

- Advertisement -

টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিতি রয়েছে রয়ের। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাকে।

সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়, ‘ঢাকাইয়ারা, তোমরা বড় নাম চেয়েছো, এই নাও বড় নাম। বিশ্বকাপজয়ী জেসন রয় এখন ঢাকা ক্যাপিটালসের সদস্য। রয়কে দলে পেয়ে আমরা উল্লসিত।’

প্রসঙ্গত, আগামীকাল ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles