-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কানাডায় যাওয়ার টিকিট কেটেছেন মুরাদ হাসান

কানাডায় যাওয়ার টিকিট কেটেছেন মুরাদ হাসান - the Bengali Times
প্রতিমন্ত্রীর পদ হারানো ডা মুরাদ হাসান

নারীর বিরুদ্ধে অশালীন ও বর্ণবাদী মন্তব্য এবং অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অডিও ফাঁসের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান দেশ ছাড়তে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য তিনি টিকিট কেটেছেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।

- Advertisement -

নারীর বিরুদ্ধে অশালীন ও বর্ণবাদী মন্তব্যের জেরে মামলার হুমকির মধ্যেই দেশ ছাড়ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের করা অশ্লীল মন্তব্য ঘিরে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল।

এরই মধ্যে গত সোমবার ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ডা. মুরাদের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ও অশালীন ভাষা ব্যবহার করেন; একই সঙ্গে তাকে ধর্ষণের হুমকিও দেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েও তিনি আপত্তিকর বক্তব্য দেন।

এরপর সোমবারই মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন মুরাদ।

কুরুচিপূর্ণ বক্তব্য ও নৈতিক স্খলনের দায়ে মন্ত্রিত্ব হারানো মুরাদ উপজেলা আওয়ামী লীগের সদস্যপদও হারান।

বুধবার বিকালে দলটির উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles