-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

চুম্বন দৃশ্যে ভয় পেতেন আমির, নেপথ্যের কারণ জানালেন নায়িকা

চুম্বন দৃশ্যে ভয় পেতেন আমির, নেপথ্যের কারণ জানালেন নায়িকা - the Bengali Times
আমির খান ও কিটু গিদওয়ানি

ক্যারিয়ারের শুরুর দিকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে আমির খানকে। কিন্তু সেই দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতার মনের অবস্থা ছিল অন্য রকম।

১৯৮৪ সালে মুক্তি পায় কেতন মেহতা পরিচালিত রাজনৈতিক থ্রিলার ছবি ‘হোলি’। এই ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। তখনও প্রচারের আলোয় আসেননি আমির। ছবিতে অভিনেতাকে নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী কিটু গিদওয়ানি।

- Advertisement -

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে প্রশ্ন করা হয় কিটুকে। কারণ ‘হোলি’ ছবিতে তিনি ছিলেন আমিরের সহ-অভিনেত্রী। ছবিতে এক কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেন কিটু। ছবিতে আমিরের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্যও ছিল।

সেই দৃশ্যের অভিজ্ঞতা জানাতে কিটু বলেন, ‘‘তখন আমির মাত্র ক্যারিয়ার শুরু করেছে। খুব পরিশ্রম করতে পারত। আমি জানতামও না এই ছবিতে ও রয়েছে। কিন্তু আমাদের চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় ও খুবই চাপে ছিল। একটু ভয় পায়। আমারও একটু ভয় লাগছিল।

কিটু জানান, আমির ভয় পেলেও ভালোভাবেই দৃশ্যটির শুটিং শেষ হয়। পরবর্তী সময়ে আমির এবং কিটু খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন। এই ছবিতে কিটু অদ্ভুতভাবে সুযোগ পান।

অভিনেত্রী জানান, তখন তিনি চলচ্চিত্র নিয়ে কলেজে পড়াশোনা করছেন। হঠাৎ করেই কেতন তাকে এই ছবির প্রস্তাব দেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles