
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তিনি বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী। তার তিনটি ছবি ‘পাঠান’,‘জওয়ান’, এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে।
ব্যাক-টু-ব্যাক ৩-৩ টি ব্লকবাস্টার ছবি দেওয়ার পরে, দীপিকার রেকর্ড ভাঙার জন্য আলিয়া ভাট কিংবা ক্যাটরিনা কাইফের দিকে অনেকের নজর ছিল। কিন্তু এ রেকর্ড ভাঙতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘পুষ্প ২’ বিশাল সাফল্য অর্জন করেছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ১৪৫০ কোটি রুপি আয় করেছে রাশমিকার এই ছবি।
‘পুষ্প ২’-এর আয় দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, ছবিটি ১৭০০ থেকে ১৮০০কোটি টাকা আয় করতে পারে। এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের জন্য বড় একটি অর্জন। এর আগে,রাশমিকা ‘অ্যনিম্যাল’ ছবিতেও অভিনয় করেছিলেন। ছবিতে তার সহশিল্পী ছিলেন রণবীর কাপুর, ববি দেওল এবং অনিল কাপুর। ছবিটি ৯০০ কোটি টাকা আয় করেছিল।
রাশমিকার পরবর্তী ছবি ‘সিকান্দার’ও আশার আলো দেখাচ্ছে। এই ছবিতে প্রথমবার সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধবেন। এমন পরিস্থিতিতে, দীপিকা পাড়ুকোনের রেকর্ড ভাঙতে রাশমিকা একেবারে প্রস্তুত। তার ভবিষ্যৎ ছবিগুলোও বলিউডের আরও বড় পরিসরে তাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।