0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

শেখ হাসিনার ছবি নিয়ে মেসির উল্লাস, যা জানা গেলো

শেখ হাসিনার ছবি নিয়ে মেসির উল্লাস, যা জানা গেলো - the Bengali Times

ছবি সংগৃহীত

খেলার মাঠে দুহাত উঁচুতে তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি নিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি আসল নয়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ছবিটি আসলে ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, শেখ হাসিনার ছবি হাতে নিয়ে লিওনেল মেসি সতীর্থদের সঙ্গে উল্লাসের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে তাতে মেসির হাতে শেখ হাসিনার ছবির ফ্রেম যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

- Advertisement -

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে লিওনেল মেসির নামে পরিচালিত ওয়েবসাইট messi.com এ ‘LEO ON TARGET AS ARGENTINA TOPPLE MEXICO’ শীর্ষক শিরোনামে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাওয়া যায়, যেটিতে সতীর্থদের সঙ্গে নিয়ে মেসির উল্লাসের একটি ছবির সংযুক্তি দেখা যায়।

উক্ত ছবিটির সঙ্গে প্রচারিত ছবিটির তুলনা করলে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা শেখ হাসিনার ছবির ফ্রেম ব্যতীত ব্যকগ্রাউন্ড, মেসি ও তার সতীর্থের অবস্থানসহ সবকিছুর সঙ্গে মেসির এই ছবিটির হুবহু সাদৃশ্য রয়েছে। অর্থাৎ মেসির এই ছবিতে মেসির হাতে শেখ হাসিনা কিংবা অন্য কোনো ব্যক্তির ছবির ফ্রেম নেই, যা প্রমাণ করে মেসির এই ছবিটি সম্পাদনা করেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

ছবির সংবাদে উল্লেখ করা হয়, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। এছাড়া, টেলিগ্রাফি নামের কসোভো ভিত্তিক আলবেনিয়ান ভাষার ওয়েবসাইটে “Messi’s reaction after the victory over Mexico” শীর্ষক শিরোনামে ২০২২ সালে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনেও উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়, তবে শেখ হাসিনার কোনো ছবি মেসির হাতে দেখা যায়নি।

পাশাপাশি, লিওনেল মেসির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট ও আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট-এ ২০২২ সালের ২৭ নভেম্বরে করা পোস্টেও সংযুক্ত দুহাত উঁচুতে তুলে সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবিটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে, কোনো ছবিতেই শেখ হাসিনাকে দেখতে পাওয়া যায়নি। সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেম হাতে লিওনেল মেসির উল্লাসের ভাইরাল ছবিটি ভুয়া।

- Advertisement -

Related Articles

Latest Articles