12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

হোটেলের কর বাড়াতে পারে টরন্টো

হোটেলের কর বাড়াতে পারে টরন্টো - the Bengali Times
ফিফা বিশ্বকাপ আয়োজনে যে ব্যয় তা পুষিয়ে নেওয়ার উপায় হিসেবে টরন্টো মিউনিসিপাল অ্যাকোমোডেশন ট্যাক্স সাময়িকভাবে বাড়ানোর কথা ভাবছে

টরন্টোর হোটেলে অবস্থান শিগগিরই কিছুটা ব্যয়বহুল হতে পারে। কারণ, ফিফা বিশ্বকাপ আয়োজনে যে ব্যয় তা পুষিয়ে নেওয়ার উপায় হিসেবে টরন্টো মিউনিসিপাল অ্যাকোমোডেশন ট্যাক্স সাময়িকভাবে বাড়ানোর কথা ভাবছে।

২০২৬ বিশ্বকাপ ফুটবলে টরন্টোতে ছয়টি ম্যাচ আয়োজনে খরচ হবে ৩৮ কোটি ডলার। কিন্তু এর মধ্যে ২০ কোটি ১০ লাখ ডলার আসবে প্রাদেশিক ও ফেডারেল সরকারের কাছ থেকে। সিটি কর্মীরা বলেন, বিদ্যমান উৎস থেকে তারা এরই মধ্যে ৮ কোটি ৩৬ লাখ ডলার রাজস্ব নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক স্বত্ত্ব বিক্রি, রেন্টাল ফি।

- Advertisement -

তা সত্ত্বেও প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি থাকবে। সিটি কাউন্সিলের ফিফা বিশ্বকাপের কমিটিতে উত্থাপনের অপেক্ষায় থাকা এক প্রতিবেদনে সিটি কর্মীরা সুপারিশ করেছেন যে, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত হোটেলে রাত্রী যাপনের বিদ্যমান কর বহাল থাকবে এবং স্বল্প-মেয়াদী ভাড়া ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হবে।

কর্মীরা বলেন, এটা করা হলে ৫ কোটি ৬১ লাখ ডলার বাড়তি রাজস্ব আসবে, যা অবশিষ্ট ঘাটতির বড় অংশ পুষিয়ে নিয়ে সহায়তা করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ^কাপ চলাকালে এবং বিশ্বকাপের পর কক্ষ চাহিদা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ভিজিটরের খরচ বাড়ানোর মধ্য দিয়ে হসপিটালিটি অপারেটেরদের ওপর সম্ভাব্য যে প্রভাব তা কাটিয়ে ওঠা সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

২০২২ সালে বিশ্বকাপের আয়োজক ১৫টি শহরের মধ্যে টরন্টোর নাম ঘোষণার পর থেকে এটি আয়োজনে সিটির ব্যয় বেড়েছে প্রায় ৮ কোটি ডলার। সিটি কাউন্সিলের কিছু সদস্য এই ব্যয় বৃদ্ধির সমালোচনা করেছেন। অন্যরা বলছেন, এর ফলে অর্থনীতিতে ৩৯ কোটি ২০ লাখ ডলারের যে অর্থনৈতিক প্রভাব পড়বে এবং সিটির যে দৃশ্যমাণতা বৃদ্ধি পাবে তা এই বিনিয়োগকে ফলপ্রসূ করে তুলবে।

সিটি কর্মীদের এর আগে রাজস্বের বিভিন্ন টুল নিয়ে গবেষণা করার আহ্বান জানানো হয়েছিল, যা বিশ্বকাপ আয়োজনে যে ব্যয় তা পুষিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু কর্মীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল ট্যাক্স বৃদ্ধি ফিফা বিশ্বকাপ আয়োজনের ফলে অর্থনৈতিক বর্ধিত কর্মকান্ড থেকে করদাতাদের ক্ষতিগ্রস্ত না করেই রাজস্ব বাড়ানোর সবচেয়ে কার্যকর সুযোগ করে দেবে।

কর্মীরা বলেন, বিশ্বকাপ আয়োজন সংশ্লিষ্ট বাজেট পর্যালোচনা তারা অব্যাহত রাখবে এবং এখন পর্যন্ত প্রায় ৪৮ লাখ ডলার সাশ্রয়ের বিষয়টি চিহ্নিত করা হয়েছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles