2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

এই সরকার থাকতেই আ. লীগের বিচার হবে: নাহিদ

এই সরকার থাকতেই আ. লীগের বিচার হবে: নাহিদ - the Bengali Times
তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিচারের জন্য জাতীয় সংহতি রক্ষা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েত’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

- Advertisement -

নাহিদ আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফ্যাসিস্ট রাজনীতির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাদের মানবতাবিরোধী অপরাধের শাস্তি হওয়া উচিত। তিনি দাবি করেন, শেখ মুজিবের শাসনকাল থেকেই আওয়ামী লীগের হাতে রক্তের দাগ রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তার বক্তব্যে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়।

তারেক রহমান বলেন, শেখ হাসিনা জাতিসংঘের নিয়মাবলি উপেক্ষা করে গত ১৫ বছরে বিরোধী দল ও মতের ওপর নিপীড়ন চালিয়েছেন। গুম, হত্যা, নির্যাতনসহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “গণতন্ত্র ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশে গণতন্ত্রকে সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles