2.7 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

হাসিনার শাসনামলে কে ছিল এই পঞ্চপাণ্ডব?

হাসিনার শাসনামলে কে ছিল এই পঞ্চপাণ্ডব? - the Bengali Times
ছবি সংগৃহীত

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বর্তমানে এক অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন। দীর্ঘ প্রায় দেড় দশকের ক্ষমতা ধরে রাখা এই দলের সাংগঠনিক ভিত্তি ভেতর থেকেই দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। নেতাকর্মীরা দাবি করছেন, দলের সভাপতি শেখ হাসিনার চারপাশে গড়ে ওঠা পাঁচ নেতা বা “পঞ্চপাণ্ডবের” দাপট দলের ভেতরে বিভাজন এবং দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেখ হাসিনার শাসনামলে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার পেছনের নেপথ্য কারিগর হিসেবে এই পঞ্চপাণ্ডবকে দায়ী করছেন অনেকেই। উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি সিদ্ধান্তে তাদের প্রভাব থাকার অভিযোগ রয়েছে। এদের গ্রুপকে ঘিরে একটি শক্তিশালী বলয় তৈরি হয়েছে, যা ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিকে উৎসাহিত করেছে বলে অভিযোগ উঠেছে।

- Advertisement -

দলের নেতাকর্মীদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন পাঁচ প্রভাবশালী নেতা—ওবায়দুল কাদের (দলের সাধারণ সম্পাদক), ড. হাছান মাহমুদ (যুগ্ম সাধারণ সম্পাদক),বিপ্লব বড়ুয়া (দপ্তর সম্পাদক),ড. সেলিম মাহমুদ (তথ্য ও গবেষণা সম্পাদক), ড. আবদুস সোবহান গোলাপ (প্রচার ও প্রকাশনা সম্পাদক)

শেখ হাসিনাকে কেন্দ্র করে এই নেতারা একটি বলয় তৈরি করেছেন, যার ফলে দলের অন্যান্য নেতাকর্মীরা সরাসরি সভাপতির কাছে পৌঁছাতে পারেন নি এই পরিস্থিতি মাঠ পর্যায়ের তথ্য ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে শেখ হাসিনার দূরত্ব তৈরি হয়

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছেন, দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন প্রয়োজন। শেখ হাসিনার নেতৃত্বে নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়া শুরু না হলে দলের রাজনৈতিক ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়বে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles