-0.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আমার সাথে কারো কোনদিন প্রব্লেম হয় নাই: দীঘি

আমার সাথে কারো কোনদিন প্রব্লেম হয় নাই: দীঘি - the Bengali Times
নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি

সামাজিক যোগাযোগ মাধম্যে প্রায় সময় আলোচনায় থাকতে দেখা যায় সময়ের আলোচিত নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে।এ যেমন কয়েক মাস আগে এই অভিনেত্রীর হাতে বিয়ের কার্ড দেখে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। জল্পনা ওঠে, বিয়ে করছেন দীঘি! পরে জানা যায়, আদতে সেই বিয়ের কার্ডটি ছিল ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ ওয়েবফিল্মের প্রচারণা।

সম্প্রতি সেই দীঘি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাতকারে তার ব্যক্তিগত কাছের মানুষদের নিয়ে কথা বলেছেন।

- Advertisement -

এ যেমন, দীঘির ইন্ড্রাস্ট্রিতে তৌহিদ আফ্রিদী অবশ্যই তাঁর পরিচিত মুখ যে কিনা অবশ্যই তাঁর ভালো বন্ধু কিন্তু সিনেমার কথা যদি বলি তাহলে,সিনেমা নাটক বা ওয়েবের জগতের তাঁর সবচেয়ে কাছের বন্ধুবান্ধবী কারা এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন,

আমার সাথেতো আসলে কারোরই কোনদিন সমস্যা হয় নি।আমার আসলে সবার সাথেই কম আর বেশি সম্পর্ক।যেকোন সমস্যা বা কিছু হলেই দেখা যায় সবাই আমাকে খুব সার্পোট করে কিন্তু কিছু মানুষ আছে যাদের আমিও খুব পছন্দ করি যেমন ভাবনা আপু।

- Advertisement -

Related Articles

Latest Articles