-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

ভার্জিনিটি ফিরে পেতে সাড়ে ২২ লাখ টাকার অপারেশন!

ভার্জিনিটি ফিরে পেতে সাড়ে ২২ লাখ টাকার অপারেশন! - the Bengali Times
রাভেনা হানিলি

রাভেনা হানিলি নামে একজন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ১৯ হাজার ডলারেরও বেশি (বালাদেশি মুদ্রায় ২২ লাখ ৭৭ হাজারের বেশি) খরচ করে অপারেশনের মাধ্যমে তার ভার্জিনিটি ফিরে পেতে চান। তবে চিকিৎসক এমন অপারেশনের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন তাকে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

২৩ বছর বয়সী রাভেনা হানিলি জ্যাম প্রেসকে বলেন, পুনরায় ভার্জিনিটি ফিরে পাওয়ার বিষয়টি আমার জন্য বিশেষ অর্থ বহন করে। ব্যক্তিগত জীবনে এখনও সিঙ্গেল হানিলি।

- Advertisement -

ভার্জিনিটি ফিরে পাওয়ার প্রক্রিয়াটি হাইমেন মেরামত হিসেবেও পরিচিত। এটি এমন একটি প্রক্রিয়া যাতে একজন সার্জন হাইমেনের ছিঁড়ে যাওয়া প্রান্তগুলো একত্রে সেলাই করেন এবং তা এমনভাবে করা হয় যে পরবর্তীতে শারীরিক সম্পর্কের সময় রক্তপাত হবে। যাতে মনে হবে ওই নারীকে “প্রথমবারের মতো স্পর্শ করা হয়েছে।”

রাভেনা হানিলি বলেন, হাইমেনোপ্লাস্টি শুধু শারীরিক সৌন্দর্যের ব্যাপার নয় — এটি মানসিকভাবেও সম্পর্কিত। এটি এমন একটি বিষয় যা একজন নারী কিভাবে নিজেকে অনুভব করে এবং তিনি নিজের জন্য কী চান, তার সাথেও সম্পর্কিত।

হানিলি ২ লাখ ৬৬ হাজারেরও বেশি উত্তেজক ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি বলেন, এই অস্ত্রোপচারটি তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি নতুন শুরু বয়ে আনবে।

দাম বৃদ্ধির ১ ঘণ্টা পর বাজারে মিলছে বোতলজাত সয়াবিন তেলদাম বৃদ্ধির ১ ঘণ্টা পর বাজারে মিলছে বোতলজাত সয়াবিন তেল
তিনি বলেন, এই অস্ত্রোপচারের মাধ্যমে আমি আবার আমার ভার্জিনিটি ফিরে পেতে চাই। এটি আমার আত্মবিশ্বাসের জন্য এবং এমন ব্যক্তিগত কারণের জন্য যা সবসময় আমার জন্য গুরুত্বপূর্ণ।

- Advertisement -

Related Articles

Latest Articles