12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

মা ঐশ্বরিয়ার উচ্চতা ছুঁয়েছেন আরাধ্যা!

মা ঐশ্বরিয়ার উচ্চতা ছুঁয়েছেন আরাধ্যা! - the Bengali Times
ঐশ্বর্য রাই এবং তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন

ঐশ্বর্য রাই এবং তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন সম্প্রতি এক বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন এবং সেখানে ফ্যানরা লক্ষ্য করেছেন যে আরাধ্যা তাঁর মা ঐশ্বর্যার সমান উচ্চতা ছুঁয়েছেন।

এই ত্রৈমাসিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে, যেখানে ঐশ্বর্য রাই, আরাধ্যা এবং তাঁর মা ব্রিনদা রাই একসঙ্গে অনুষ্ঠানটির অংশ নেন। ঐশ্বর্য একটি হালকা গোলাপী লেহেঙ্গায় সেজে, খুব কম গহনা ও খোলা চুলে ছিলেন। তিনি হাসিমুখে আরাধ্যাকে হাত ধরে দাঁড়িয়েছিলেন, আরাধ্যা হালকা হলুদ রঙের লেহেঙ্গায় দেখতে খুবই সুন্দর লাগছিল। ব্রিনদা রাই নীল রঙের একটি শাড়ি পরেছিলেন এবং সোনালী নেকলেসে সজ্জিত ছিলেন।

- Advertisement -

ফ্যানরা লক্ষ্য করেছেন, আরাধ্যা কীভাবে তার মায়ের মতো লম্বা হয়ে উঠেছেন। একটি ভক্ত-তৈরি পোস্টে ঐশ্বর্য ও আরাধ্যার একটি পুরানো ছবি ২০১২ সালে তুলা হয়, যেখানে আরাধ্যা কেবল এক বছর বয়সী ছিলেন এবং ঐশ্বর্য তাঁকে কোলে তুলে ধরেছিলেন। নতুন ছবির সাথে তুলনা করা হলে, এখন আরাধ্যা তার মায়ের সমান উচ্চতা লাভ করেছেন।

অতীতে, ঐশ্বর্য আরাধ্যার ১৩ তম জন্মদিন উদযাপন করেছিলেন এবং ইনস্টাগ্রামে সেই উপলক্ষে কিছু স্মরণীয় ছবি শেয়ার করেছিলেন। ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন ২০০৭ সালে বিয়ে করেন এবং তাদের কন্যা আরাধ্যা ২০১১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন।

এছাড়া, ঐশ্বর্য রাই সম্প্রতি ‘পন্নীইয়িন সেলভান ২’ সিনেমায় অভিনয় করেছিলেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles