-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

গেইল ব্রাভোর সঙ্গে মডেল ইয়েশা, ছবি ভাইরাল

গেইল ব্রাভোর সঙ্গে মডেল ইয়েশা, ছবি ভাইরাল - the Bengali Times
গেইল ব্রাভোর সঙ্গে মডেল ইয়েশা

কানাডার একজন জনপ্রিয় উপস্থাপক ইয়েশা সাগর। ক্রিকেট বিশ্বে উপস্থাপনার জন্য তিনি বেশ জনপ্রিয়। সম্প্রতি শেষ হয়েছে আবুধাবি টি-টেন লিগ। টুর্নামেন্ট চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোকে দেখা যায় কানাডিয়ান মডেল ইয়েশা সাগরের সঙ্গে ছবিতে পোজ দিচ্ছেন।

আবুধাবিতে খেলার বিরতির সময়ে ইয়েশা সাগরের সঙ্গে বেশ খোশ মেজাজেই দেখা যায় ক্যারিবীয় দুই তারকাকে। খেলার বাইরেও বেশ জনপ্রিয় ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো ও ইয়েশা সাগর।

- Advertisement -

তিনজনকেই মাঠে হাস্যোজ্জ্বল দেখা যায়। ইয়েশা সোশ্যাল মিডিয়ায় ব্শে জনপ্রিয় ব্যক্তি। তাকে ক্রিকেট তারকাদের সঙ্গে মানানসই বলে মনে হচ্ছে। তাদের এই হাস্যোজ্জ্বল ছবি টুর্নামেন্টের পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।

তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ছবি ও ভিডিওগুলো দ্রুত শেয়ার হতে থাকে। ভক্তরা খেলাধুলা এবং বিনোদন জগতের ব্যক্তিদের মধ্যে এ ধরনের সৌহার্দপূর্ণ ছবি দেখে বেশ আনন্দ পেয়েছেন।

তাদের তিনজনের এই রসায়ন অসংখ্য মন্তব্যের জন্ম দিয়েছে। অনেক ভক্ত ইয়েশার প্রশংসা করার সময় ক্রিস গেইল ও ব্রাভোর মতো কিংবদন্তিদের অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

ইয়েশা সাগর ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।

খেলার মাঠে ইয়েশার উপস্থিতি এবং খেলোয়াড়দের সাথে তার দারুণ সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখযোগ্য মনোযোগ কেড়েছে। তাকে ক্রীড়াঙ্গনের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইয়েশা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে ক্রিকেট ইভেন্টে একজন পছন্দের উপস্থাপক করে তুলেছে।

ক্রীড়া সম্প্রচারে তার কাজের পাশাপাশি, ইয়েশা তার ফিটনেসের জন্যও বেশ জনপ্রিয়। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে স্বাস্থ্য এবং সুস্থতার প্রচার করে পুষ্টির মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে সহযোগিতা করেছেন।

তার ফ্যাশন সেন্স সমানভাবে চিত্তাকর্ষক; তিনি অনায়াসে গ্ল্যামারাস পোশাক থেকে স্পোর্টি চেহারায় রূপান্তর করেন, তার শৈলী ভক্তদের মোহিত করে।

- Advertisement -

Related Articles

Latest Articles