-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

আমার বয়সের তুলনায় আমাকে দেখতে ছোট লাগে: সাদিয়া আয়মান

আমার বয়সের তুলনায় আমাকে দেখতে ছোট লাগে: সাদিয়া আয়মান - the Bengali Times
সাদিয়া আয়মান

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এবার আবারো বয়সকান্ডে ভাইরাল হলেন এই অভিনেত্রী।সম্প্রতি সোস্যাল মিডিয়ায় সাদিয়া আয়মানের একটি ভিডিও ভাইরাল হয়।

- Advertisement -

যেখানে উপস্থাপক আয়মানকে প্রশ্ন করেন, কখনো কি শুনতে হয়েছে আপনার বয়সের তুলনায় আপনি দেখতে ছোট এবং রোমান্টিক শুটিংয়ের সময় দেখতে নায়কদের ছোটবোন মনে হয়।

জবাবে সাদিয়া বলেন, আমার বয়সের তুলনায় আমাকে দেখতে ছোট লাগে।কিন্তু রোমান্টিক দৃশ্যে আমি সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারি তখন আর দেখতে ছোট লাগে না।এ কথার জবাবে আরেক জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন সাদিয়া আইমানকে দেখতে ছোট লাগে এটা কে বলছে ?দেখতে লাগে ৩২ নরমালি ৩০।

তারপর থেকেই বিনোদন পাড়ার নেটিজেনরা সত্যিকারে সাদিয়া আয়মানের বয়স খুঁজতে উঠেপড়ে লেগেছেন।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles