1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

গান গাইতে দিলে কি ক্ষতি হত, সেটাই বুঝিনি: বেবী নাজনীন

গান গাইতে দিলে কি ক্ষতি হত, সেটাই বুঝিনি: বেবী নাজনীন - the Bengali Times
বেবী নাজনীন

দীর্ঘদিন গানের ভুবনে অনুপস্থিত ছিলেন নন্দিত সংগীতশিল্পী বেবী নাজনীন। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে অভিযোগ করে তিনি বলেন, ১৬ বছর আমাকে গান গাইতে দেওয়া হয়নি। ভক্তদের থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

বিদেশে অবস্থান করার কারণ ব্যাখ্যা করে এই শিল্পী বলেন, আমি হয়তো দেশে আসতেও পারতাম। কিছু বাধা ছিল। হয়তো আমি বিমানবন্দর পর্যন্ত আসতে পারতাম। কিন্তু দেশে ঢুকতে পারতাম না। তাই এতদিন প্রবাস জীবন কাটানো।

- Advertisement -

বেবী নাজনীন বলেন, আমি গত ১৬ বছর কাজ করতে পারিনি। আমার ভক্তরা আমাকে কত ভালোবাসেন তা বলে বোঝানো যাবে না। আমি তাদের ভালোবাসা পেয়েই অভ্যস্ত। এই যে তাদের কাছে থেকে আমাকে দূরে সরানো হলো, এটাই তাদের বড় ষড়যন্ত্র। আমি একজন শিল্পী। আমাকে গান গাইতে দিলে তাদের কি ক্ষতি হতো, সেটাই আমি বুঝতে পারিনি।

তিনি আরও বলেন, এই সময়ে হয়তো দু’একটি গান করে ইউটিউবে ছেড়ে দিতে পারতাম। কিন্তু আমি তো ইউটিউবার আর্টিস্ট নই। আমি বাংলাদেশের জাতীয় আর্টিস্ট। আমার কাছে দেশের সম্মান জড়িয়ে আছে। আমি ইউটিউবে গিয়ে গাইব কেন? ১৬ বছর যদি আমাকে আটকে না রাখা হতো তাহলে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারতাম।

- Advertisement -

Related Articles

Latest Articles