4.9 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’

‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ - the Bengali Times
বিএনপির আয়োজিত শোভাযাত্রা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচায় বন্দি করে উপস্থাপন করা হয়েছে

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আয়োজিত শোভাযাত্রা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচায় বন্দি করে উপস্থাপন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই চিত্র দেখা যায়।

- Advertisement -

সরেজমিনে দেখা যায়, একটি খাঁচার মধ্যে গোলাপী রঙের শাড়ি ও চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে মধ্য বয়স্ক এক নারী। যার সাজগোজ অনেকটা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিল রয়েছে। এই নারী মাথায় চুলের বেনী করে তৈরি করা হয়েছে ২টি শিং। একইসঙ্গে তার মুখ রং এবং কৃত্রিম দাত লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাক্ষসের মতো করে। খাঁচার ভেতরে রয়েছে কয়েকটি কৃত্রিম মানুষের কংকাল।

খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা— ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষুসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’সহ নান রকমের বাক্য।

- Advertisement -

Related Articles

Latest Articles