9.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

নারী হিসেবে স্বর্ণ পদক, পরে জানা গেল পুরুষ

নারী হিসেবে স্বর্ণ পদক, পরে জানা গেল পুরুষ - the Bengali Times
সংগৃহীত ছবি

প্যারিস অলিম্পিকে চায়নিজ বক্সার ইয়াং লিউকে হারিয়ে স্বর্ণপদক জিতে আলোচনায় এসেছিলেন আলজেরিয়ান নারী বক্সার ইমানে খেলিফ। তবে পদক জয়ের পর তার লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অন্য প্রতিযোগীরা।

এক প্রতিযোগী ইমানেকে পুরুষ বলেও নিজের সন্দেহ পোষণ করেছিল। আর তাতেই শুরু হয়ে যায় জল্পনা-কল্পনার, উঠতে থাকে একের পর এক প্রশ্ন।

- Advertisement -

আসলেই কি আলজেরিয়ান এই বক্সার পুরুষ ছিলেন?

ঘটনার প্রায় তিন মাস পর জানা গেল ইমানে খেলিফ আসলে নারী নন! মেডিক্যাল রিপোর্ট অনুসারে তিনি একজন পুরুষ।

সম্প্রতি ফরাসি এক গণমাধ্যম, ২৫ বছর বয়সি এই আলজেরিয়ান বক্সারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে, ইমানে খেলিফ নারী নন, তিনি একজন পুরুষ। তাতেই তার জেতা স্বর্ণপদক ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও উঠেছে প্রশ্ন।

তবে এ রিপোর্ট প্রকাশের পর এতটুকু নিশ্চিত যে ভবিষ্যতে এই বক্সার আর নারী ক্যাটাগরিতে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যদিও সামনে আসা এই রিপোর্ট কতটুকু সত্য তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

- Advertisement -

Related Articles

Latest Articles