18.4 C
Toronto
শনিবার, আগস্ট ১৩, ২০২২

খোলামেলা ছবি নিয়ে ভাইরাল শ্রীলেখা

- Advertisement -
শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র মানেই অকপট বক্তব্য, সাহসী অবয়ব। কারও ধার ধারেন না তিনি। সিনেমায় যেমন চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, বাস্তব জীবনেও নিজের মতাদর্শে অনড় এ অভিনেত্রী। সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন শ্রীলেখা। ৪৬ বছর বয়সেও তিনি খুলে দিয়েছেন রূপ-শরীরের আগল। খোলামেলা সেই ফটোশুটের ভিডিও আবার শেয়ারও করেছেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, ‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’

ভিডিওতে দেখা যায়, কখনো শাড়িতে, কখনো ফ্যাশনেবল পাশ্চাত্য পোশাকে, কখনো বা ব্রাইডাল লেহেঙ্গায় কনের সাজে ক্যামেরাবন্দী হয়েছেন শ্রীলেখা।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles