-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

মিথিলার সঙ্গে দূরত্ব, সৃজিতের সঙ্গ এখন সাপ!

মিথিলার সঙ্গে দূরত্ব, সৃজিতের সঙ্গ এখন সাপ! - the Bengali Times
ছবি সংগৃহীত

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জি। চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে। মেয়ে আইরাকে নিয়ে ওপার বাংলায় বেশ ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ কী এমন হল যে এখন এক ছাদের তলায় থাকছেন না তারা! তবে কী বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা?

দুই বাংলার এই তারকা দম্পতির দূরত্ব নিয়ে বেশ অনেকদিন ধরেই এভাবেই চর্চা উঠেছে। সৎ মেয়ে আইরার সঙ্গেও নাকি দূরত্ব তৈরি হয়েছে সৃজিতের; যদিও এসকল বিষয় খানিকটা স্পষ্ট হয় মেয়ে আইরাকে দেশে ফিরিয়ে আনার পর। বর্তমানে মেয়েকে নিয়ে নিজের বাড়িতেই আছেন মিথিলা।

- Advertisement -

অবশ্য এ নিয়ে সৃজিতের থেকে কোনো বিবৃতি শোনা যায়নি মিথিলা কিংবা আইরাকে নিয়ে। সম্প্রতি সৃজিতের জন্মদিনে মিথিলার অনুপস্থিতি এক নতুন ইঙ্গিত দেয়। তাতে আবার আগুনে ঘি ঢালার মতো অবস্থা দাঁড়ায় পুরোনো সঙ্গী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে একসঙ্গে কেক কাঁটায়। যদিও মিথিলার অনুপস্থিতিতে সৃজিতের কোনো আক্ষেপ-ভ্রুক্ষেপ দেখা যায়নি; বরং সেই পুরোনো সঙ্গীকে নিয়েই সৃজিত জমিয়েছেন তার জন্মদিনের আসর।

সৃজিতের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে এখন বেশ মাথা ঘামান নেটিজেনরা। মিথিলা দেশে থাকায় এদিকে সৃজিত যে একেবারেই ‘একা’ হয়ে গেছেন, এমনও না। এখন এই নির্মাতাকে সঙ্গ দেয় ৫টি বল পাইথন জাতের সাপ। কখনও সেগুলোকে গলায় জড়িয়ে, আবার কখনও বিছানায় তুলে যত্নআত্তি করে সময় কাটান সৃজিত।

বরাবরের মতো সাপকে প্রচণ্ড ভালোবাসেন সৃজিত। মূলত পোষ্য কিংবা নিজের সন্তানদের মতোই সাপকে দেখভাল করেন তিনি। ঘরে কিংবা বাইরে, সাপ দেখলেই আদর না করে পারেননা এই নির্মাতা। এখন লন্ডনে আছেন সৃজিত। সেখান থেকে কিছু সরীসৃপের সঙ্গে সময় কাটালেন তিনি, গলায় জড়িয়ে চুমু খেলেন সাপের মাথায়!

সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন সৃজিত। তাতেই দেখা গেল এসব দৃশ্য। এতে নেটিজেনদের মনেও প্রশ্ন ওঠে, এবারেও কি তাহলে নতুন সদস্য ঘরে আনতে চলেছেন সৃজিত?

তবে মিথিলাও তো সৃজিতের পরিবারের সদস্য। যদিও তারা এখন একসঙ্গে থাকছেন না। নেটিজেনরা কি তাহলে মিথিলার পরিবর্তে সাপকে অনুষঙ্গ করার ইঙ্গিত দিয়েছেন?

যদিও স্ত্রী মিথিলার রীতিমতো আপত্তি ছিল সৃজিতের সাপ নিয়ে। সৃজিতের ঘরেও যেতেন না এই সাপের জন্য। এর আগে সংবাদমাধ্যমে মিথিলা বলেছিলেন, ‘পোষ্য হিসেবে বাড়িতে অনেকগুলো সাপ তো আছে। প্রথমে ১টি ছিল, এখন হয়েছে ৪টি। শুনছি, আরও আসবে, সেটা তো ভয়ের কারণ হবেই।’

এদিকে দেশে অবস্থান করায় মিথিলা যে সাপ নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই, ধরে নেওয়া যায়। সৃজিতের ঘরে এখন অনেক সাপ আসলেও মিথিলা তো আর এই মুহূর্তে সৃজিতের ঘরে নেই, তাতে মিথিলার ভয়েরও কিছু নেই- মনে করছেন নেটিজেনরা।

- Advertisement -

Related Articles

Latest Articles