6.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা

টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা - the Bengali Times
টরন্টোতে কবি আসাদ চৌধুরীর স্মরণসভা

টরন্টোতে বরণ্য কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণুষ্ঠান হয়ে গেলো ৬ অক্টোবর রবিসন্ধ্যায়।

টরন্টো খেলাঘর আয়োজিত অনুষ্ঠানে খলিল জামিলের চমৎকার উপস্থাপনায় শুরু করলেন প্রায় ৩ঘন্টার স্মরণ বাণী মঞ্চে এসে বলা। শহরের স্বনামধন্য কবি,লেখক,কন্ঠশিল্পী,আবৃতিকার,রাজনৈতিক নেতা বয়সে বড় ছোট সবাই ছিলেন!

- Advertisement -

বাংলাদেশ সেন্টারে বসার দূরে থাক দাঁড়নোর ঠাই নাই। সন্ধ্যা ৭ প্রায় ৩ ঘন্টার স্মরণ অনুষ্ঠান রইলো চমৎকার এবং টানটান। এখানে শুধু বাংলা মেইল সম্পাদক ও আর এন বি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু , টরন্টো বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় ডক্তার যিনি আগামী কানাডার জাতীয় নির্বাচনে এম পি পদে প্রতিযোগীতায় নামছেন এ এস এম নুরুল্লাহ তরুণ এবং শিল্পী লেখক সৈয়দ ইকবালের কবি আসাদ চৌধুরীর প্রতি স্মরণকথনের ধারণকৃত ভিডিও থাকলো।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles