1.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ঐশ্বরিয়া-অভিষেকের ডিভোর্স সময়ের অপেক্ষা!

ঐশ্বরিয়া-অভিষেকের ডিভোর্স সময়ের অপেক্ষা!
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দম্পতি। ২০০৭ সালের ২০ এপ্রিল তারা গাঁটছড়া বাঁধেন। এরপর দেড় দশকেরও বেশি সময় হয়েছে তাদের দাম্পত্যজীবনের। তবে গত এক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি তাদের সম্ভাব্য বিবাহবিচ্ছেদের খবর অনেক দিন ধরেই প্রচার হচ্ছে।

তবে জল্পনা আরও মজবুত হয়, যখন কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানায় গোটা পরিবার কিন্তু সেখানে নেই ঐশ্বরিয়া রাই বচ্চন।

- Advertisement -

হরিণ শিকার করেই লরেন্সের তালিকায় সালমান? যা জানা গেলহরিণ শিকার করেই লরেন্সের তালিকায় সালমান? যা জানা গেল
গত ১১ অক্টোবর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮২ বছরে পা দিয়েছেন। বিগত বছরগুলোর মতোই জন্মদিন পালন করেছেন তিনি। এই বছরও কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর একটি বিশেষ পর্বে সুপারস্টারের জন্মদিন উদযাপন করা হয়েছিল। এসময় তাকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও দেখানো হয়। যেখানে স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতি অগস্ত্য নন্দা এবং নভ্যা নাভেলি নন্দাসহ পরিবারের সদস্যদের অভিনন্দন বার্তা ছিল। আরাধ্যা বচ্চনের ছবিও দেখানো হয়েছিল। তবে ভিডিওতে ঐশ্বরিয়া রাই বচ্চন অনুপস্থিত ছিলেন।

বিগ বি-র বিশেষ ভিডিওতে অভিনেত্রী অনুপস্থিত থাকায় নেটিজেনরা অভিষেক বচ্চনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে অনেকটাই নিশ্চিত। ভিডিওটির প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ভিডিওতে ঐশ্বরিয়া কেন নেই?’

আরেক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আজকের কেবিসি এপিসোড দেখলে বিচ্ছেদ প্রায় নিশ্চিত হয়ে যায়। ভিডিওতে ঐশ্বরিয়াকে এক ঝলকও শুভেচ্ছা জানাতে দেখা যায়নি।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া যখন তার বিয়ের আংটি প্রদর্শন করেন তখন ভক্তরা খুশি হয়েছিলেন। কিন্তু এখন ভিডিওতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অনুপস্থিতি জল্পনা উসকে দিয়েছে এবং তার স্বামী অভিষেক বচ্চনের সম্ভাব্য বিচ্ছেদের গুঞ্জন বাড়িয়ে তুলেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles