8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আমি নায়িকা হতে চাই না : মাহি

আমি নায়িকা হতে চাই না : মাহি - the Bengali Times

সামিরা খান মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও ব্যস্ত রাখেন নিজেকে। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে হওয়া ভয়াবহ বন্যায় ছুটেছেন মানুষকে সাহায্য করতে। সেই জলে ভাসা অধ্যায় সম্পন্ন করে নিজের চেনা বলয়- অর্থাৎ শুটিংয়েও ফিরেছেন অভিনেত্রী। বর্তমানে নিজের কাজে ব্যস্ত মাহি।

যদিও আগের চেয়ে কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মাহি জানালেন, গখবাঁধা গল্পে কাজ করতে চান না তিনি। সেই সঙ্গে নায়িকাও হতে চান না। ভালো কাজ করে যেতে চান অভিনেত্রী।

- Advertisement -

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, “ক্যারিয়ারের শুরুতে গড়পরতায় অনেক কাজ করেছি। এখন বেছে করছি। গল্প ও মানের দিকে নজর দিচ্ছি। তাই কাজ অনেকটা কম করা হচ্ছে।

তাছাড়াও এখন শিল্পীর সংখ্যা অনেক-তাই কাজ ভাগ হয়ে যাচ্ছে। তবে অনেকেই বলে থাকেন, কাজ কম করলে নাকি হারিয়ে যাব। আমি তা বিশ্বাস করি না। এখন সবারই কাজ কম। গত তিন মাসে সেভাবে কাজ হচ্ছে না।

আমার কাছেও অনেক কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু খুব সীমিত কাজ করেছি। কারণ আর কোনো গখবাঁধা গল্পে কাজ করতে চাই না।”

সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, “সিনেমা নিয়ে আমারও আগ্রহ রয়েছে। আমিও সিনেমায় কাজ করতে চাই, কিন্তু প্রস্তাব আসে না। ভালো প্রস্তাব পেলে কাজ করব। আমি চাই এমন কোনো কাজ দিয়েই শুরু করতে যা মানুষের মনে সাড়া ফেলবে। শুধু সিনেমা করার জন্য করতে চাই না। আমি নায়িকা হতে চাই না। ভালো কাজ করতে চাই, যা সারা জীবন মানুষ মনে রাখবে। আমাকে সিনেমা অঙ্গনে সেই কাজটি নিজের অবস্থান তৈরি করে দেবে।”

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বিচরণ করে বিতর্কিত হয়ে পড়েছেন অনেক অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি শিল্পীদের একমাত্র পরিচয় হওয়া উচিত, তারা শিল্পী। তবে কোনো রাজনৈতিক দলকে পছন্দ থাকতেই পারে, সেটা ভিন্ন বিষয়। শিল্পীদের দলে না জড়ানোই ভালো মনে করি। তবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলেই যে, শিল্পী খারাপ বা অপরাধী তা-ও কিন্তু নয়। একটি দলের কোনো পদে থাকলেই সে অপরাধ কর্মকাণ্ডে যুক্ত নাও হতে পারেন।”

- Advertisement -

Related Articles

Latest Articles