-0.5 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

কাজ পেতে চাইলে আমার বউ হতে হবে, অভিনেত্রীকে শর্ত প্রযোজকের

কাজ পেতে চাইলে আমার বউ হতে হবে, অভিনেত্রীকে শর্ত প্রযোজকের - the Bengali Times
আয়েশা কাপুর

গ্ল্যামারের দুনিয়া বলিউড। কোটি কোটি টাকা রোজগার, জনপ্রিয়তা, ক্যামেরার ঝলকানি যেন হাতছানি দিয়ে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে প্রতি বছরই মুম্বাই পাড়ি দেন হাজার হাজার যুবক-যুবতী। তারা জানেন, এখানে ক্যারিয়ার গড়া সহজ নয়। তারপরও ভাগ্য পরীক্ষা করেন। যদি শিকে ছেঁড়ে।

আয়েশা কাপুরও এভাবেই এসেছিলেন বলিউডে। এখন তিনি প্রতিষ্ঠিত টিভি অভিনেত্রী। তবে শুরুটা সহজ হয়নি মোটেও। প্রযোজকদের অদ্ভুত আবদার সামলাতে হয়েছে তাকে। কখনো আবার না মানায় শো থেকেও বের করে দেওয়া হয়েছে।

- Advertisement -

সেসব নিয়েই সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী। আয়েশার কথায়, ‘ইন্ডাস্ট্রিকে যতটা রঙিন, যতটা আধুনিক মনে হয়, ততটা নয়।’

অভিনয় জগত বড় কঠিন। অনবরত সংগ্রাম করতে হয়। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আয়েশাও লড়ছেন। টিভি এবং ওয়েব সিরিজের এই জনপ্রিয় অভিনেত্রীকে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে।

টিভি শো ‘শেরদিল শেরগিল’ দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন আয়েশা। তাঁর একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে বলেছিলেন, ‘ছবিতে কাস্ট

- Advertisement -

Related Articles

Latest Articles