6.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

অন্তরঙ্গ হবার পর টানা তিন দিন কেঁদেছিলেন তৃপ্তি!

অন্তরঙ্গ হবার পর টানা তিন দিন কেঁদেছিলেন তৃপ্তি! - the Bengali Times
তৃপ্তি দিমরি

‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে রীতিমতো ভারতের ক্রাশ বনে যান তৃপ্তি দিমরি। ছবি মুক্তির পর রণবীরের সঙ্গে তার শয্যা দৃশ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তীব্র সমালোচনার মুখে পড়ে রীতিমতো কান্নাকাটি করেন অভিনেত্রী!

তৃপ্তি জানিয়েছেন, ছবিটিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় মাত্র চার জন সেটে উপস্থিত ছিলেন। তারা ক্রমাগত সাহস জুগিয়েছেন তাকে।

- Advertisement -

এই সিনেমা মুক্তির পরে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তৃপ্তি। তবে সাফল্য সামলানো যে সহজ নয় তা ভালই টের পেয়েছিলেন তৃপ্তি। ক্রমাগত সমালোচনায় ভেঙে পড়েন তিনি। তৃপ্তি এক সাক্ষাৎকারে বলেন, ‘অ্যানিমেল মুক্তির পর টানা তিন দিন কেঁদেছি। আমি মোটেও এই সবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি যে এমন সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকে খুবই খারাপ কথা বলতে শুরু করল। এই বিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, ও পরামর্শ দেয় এগুলোকে গ্রহণ করতে হবে। এদিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই আমি ভীষণ আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে কাজে মন দেব।’’

চলছিল অন্তরঙ্গ দৃশ্যের শুটিং, ‘কাট’ শুনতে পাননি নায়ক-নায়িকা!চলছিল অন্তরঙ্গ দৃশ্যের শুটিং, ‘কাট’ শুনতে পাননি নায়ক-নায়িকা!

যদিও তৃপ্তি এ-ও জানান, সকলের নজরে আসায় বেশি বেশি কাজের প্রস্তাব আসতে শুরু করেছে এবং তা তিনি উপভোগ করেছেন। পাশপাশি এ-ও জানান, ‘অ্যানিমেল’ এর তুলনায় ‘বুলবুল’ ছবিতে ধর্ষণের দৃ্শ্যে অভিনয় করাটা অনেক বেশি কঠিন ছিল তার জন্য।

- Advertisement -

Related Articles

Latest Articles