1.3 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

‘ইংল্যান্ড নিয়ে স্পেশাল প্ল্যান নয়, দিতে হবে নিজেদের সেরাটা’

‘ইংল্যান্ড নিয়ে স্পেশাল প্ল্যান নয়, দিতে হবে নিজেদের সেরাটা’ - the Bengali Times
জাহানারা আলম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অগ্নিপরীক্ষার সামনে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বল্প রানের পুঁজি সত্ত্বেও স্কটল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করেই কাল ইংল্যান্ডের মুখোমুখি হবেন রিতু মণি-সোবহানা মোশতারিরা। অতীত নৈপুণ্য বিবেচনায় এককভাবে ফেভারিট ইংল্যান্ডই। এর আগে ২০১৪, ২০১৬ ও ২০১৮- এ তিন বিশ্বকাপ আসরেই ইংল্যান্ডের মুখোমুখি হওয়া বাংলাদেশ কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ এটা মেনে নিয়েই আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

তিনি বলেন, ‘আমরা আসরে আমাদের দ্বিতীয় জয়ের দিকে তাকিয়ে আছি। তাই আমরা জেতার জন্যই মাঠে নামবো। প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে নিয়ে আমাদের আলাদা করে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা নিজেদের শক্তি অনুযায়ী করা পরিক্ল্পনা মাঠে বাস্তবে রূপ দিতে চাই।’ শারজার গরম আবহাওয়ায় বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কি না জানতে চাইলে জাহানারা জানান, ‘শুধুমাত্র আবহাওয়া দিয়ে ইংল্যান্ডে বিবেচনা করাটা উপযুক্ত হবে না। এখানে সবাই পেশাদার। আমরা একটি প্রপার গেমের দিকে তাকিয়ে আছি। আপনি যদি ইংল্যান্ডকে হারাতে চান তাহলে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করলে হবে না, সবাইকে নিয়েই ভাবতে হবে।’

- Advertisement -

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনাবিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
নিজেদের সম্পর্কে জাহানারা বলেন, ‘আমাদেরও প্রত্যেকের এক হয়ে নিজের জায়গা থেকে সেরাটা দিতে হবে। আর আমাদের একটা গুড মোমেন্টাম আছে। আমরা চেষ্টা করবো সেই মোমেন্টাম নিয়েই সামনের দিকে এগোতে এবং এই ম্যাচটা জিততে।’ টি-টোয়েন্টি সংস্করণের মজাটাই এখানে যে ছোট ছোট মুহূর্তের উপর অনেক কিছু নির্ভর করে। বিশ্বকমঞ্চে এই ম্যাচটি তাই বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের বড় একটি সুযোগ।

- Advertisement -

Related Articles

Latest Articles