0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

টরন্টোর কলেজ স্ট্রিটে

টরন্টোর কলেজ স্ট্রিটে - the Bengali Times
মধুময় স্মৃতি স্মারকগুলোর সামনে মম আর আমি

টরন্টোর কলেজ স্ট্রিটে ক্যামোয়েস স্কোয়ার নামে ছোট্ট একটি ইতিহাস-আশ্রিত জায়গা আছে। ২০১৩ সালে এই স্কোয়ারের উন্মোচন করা হয়। টরন্টোতে পর্তুগীজ অভিবাসনের ষাট বছর পুর্তি উপলক্ষে এই স্কোয়ারের উন্মোচন। কেন্দ্রবিন্দু করা হয়েছে পর্তুগালের জাতীয় কবি ক্যামোয়েসের আবক্ষ মূর্তি স্থাপন করে। অনেকেই জানেন যে, ভাস্কোদাগামার ভারত বিজয়ের কাহিনি নিয়ে এই ক্যামোয়েসই দ্য লুসিয়াড নামে মহাকাব্য রচনা করেন।

গতবছর তাদের অভিবাসনের সত্তর বছর উপলক্ষে যোগ হয়েছে আরও কিছু শিল্পকর্মসহ ক্যামোয়েসের একটি সুউচ্চ ভাস্কর্য।

- Advertisement -
টরন্টোর কলেজ স্ট্রিটে - the Bengali Times
২০১৩ সালে স্থাপিত ক্যামোয়েসের আবক্ষ মূর্তি

ওরা ওখানে বানিয়েছেন Portuguese Canadian Walk of Fame. গত সাত দশক ধরে যে পর্তুগীজ অভিবাসীরা কানাডায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের ছবি রয়েছে এই তারকা খচিত শিল্পকর্মে। রয়েছে একটি নৌকার আদল ও ভূমিচিত্র যাতে পরিস্ফুটিত হয়েছে বিশ্ববিজয়ে নৌকা করে পর্তুগীজদের অভিযানের স্মরণ।

পাশের ভবনেই পর্তুগিজ রেডিও স্টেশন। সেটির নামও ক্যামোয়েসের নামে।

টরন্টোর কলেজ স্ট্রিটে - the Bengali Times
স্মৃতিবাহী নৌকার স্মারক

ওই এলাকাতে গিয়েছিলাম প্রিয় এক কবির কাব্যগ্রন্থের উন্মোচন অনুষ্ঠানে। প্রিয়ভাজন মম কাজী সাথে থাকায় দেখা হলো এই নান্দনিক ঐতিহ্যমণ্ডিত শিল্পপ্রাঙ্গন।

টরন্টোর কলেজ স্ট্রিটে - the Bengali Times
পর্তুগিজদের ওয়াক অব ফেম

কবি-লেখক, শিল্পী-শিল্প, ইতিহাস-ঐতিহ্যকে ভালোবাসতে পারা দীর্ঘ সাধনার ব্যাপার। যারা পারে, তারা সম্মানিত হন। যারা কবি, শিল্পী, ইতিহাস, ঐতিহ্যকে অসম্মান করে, তারা প্রকারান্তরে নিজেদের অসম্মান করে।

ইষ্টইয়র্ক, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles