-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

কেন সবসময় মেয়েকে সঙ্গে রাখেন ঐশ্বরিয়া, জানালেন কারণ

কেন সবসময় মেয়েকে সঙ্গে রাখেন ঐশ্বরিয়া, জানালেন কারণ - the Bengali Times
ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কন্যা আরাধ্য

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্য। চলতি বছরেই ১৩ বছরে পা রেখেছে এই তারকাকন্যা।

বাবা-মা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় জন্মের পর থেকেই লাইট, ক্যামেরার সামনেই বেড়ে উঠতে হয়েছে আরাধ্যকে। বলিউডের তারকা দম্পতির মেয়ে হওয়ায় আরাধ্যকে নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি ছিল না।

- Advertisement -

অধিকাংশ সময়ই দেখা যায়, মা ঐশ্বরিয়ার হাত ধরেই বিভিন্ন স্থানে হাজির হচ্ছেন আরাধ্য। এবারও যেমন তেমনই চিত্রের দেখা মিলল।

প্যারিস ফ্যাশন উইক হোক কিংবা আবু ধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) উৎসব, সব জায়গাতেই ঐশ্বরিয়ার পাশে থাকেন মেয়ে আরাধ্য।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে আবু ধাবিতে অনুষ্ঠানের গ্রিন কার্পেটে মেয়ের হাত ধরেই সামনে এলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

কিন্তু কেন সর্বদা মেয়েকে নিয়ে ঘোরেন ঐশ্বরিয়া? আইফার মঞ্চে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন তিনি।

এক ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটে আরাধ্যর সাথে হাসিমুখে পোজ দিচ্ছেন ঐশ্বরিয়া। ঠিক তখনই একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, কেন আরাধ্য সর্বদা সর্বত্র তার সঙ্গে থাকে?

জবাবে সাবেক বিশ্বসুন্দরী বলেন, ‘ও আমার মেয়ে। তাই ও আমার সঙ্গে সব জায়গায় যায়’।

এরপর ওই সাংবাদিক আরও বলেন, ‘আরাধ্য ইতিমধ্যেই সেরাটা শিখছে আপনার থেকে’। পাল্টা ঐশ্বরিয়া তার হাত মুঠো করে শূন্যে তুলে জানান, ‘তার মেয়ে আসলেই সেরা।’

গেল সপ্তাহের শুরুতে, আরাধ্যকে নিয়েই প্যারিসে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে ল’রিয়াল প্যারিসের একটি ইভেন্টে মার্জার সরণীতে হাঁটেন নায়িকা। এরপর আইফার মঞ্চেও একসঙ্গে দেখা মিলল মা-মেয়ের।

- Advertisement -

Related Articles

Latest Articles