4.9 C
Toronto
সোমবার, মার্চ ২৪, ২০২৫

ডায়েট করতে গিয়ে ৩ বার অজ্ঞান অভিনেত্রী

ডায়েট করতে গিয়ে ৩ বার অজ্ঞান অভিনেত্রী - the Bengali Times
অভিনেত্রী পূজারিণী ঘোষ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী পূজারিণী ঘোষ। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণেই হঠাৎ অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলেই তিন বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জানা গেছে, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।

- Advertisement -

গত বছর মুক্তি পেয়েছে পূজারিণী অভিনীত‘কৈফিয়ৎ’ সিনেমা। এ ছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি। ‘জে এল ফিফটি’-র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles