-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

ছেলেকে ‘শাস্তি দিতে’ কাজে পাঠালেন মা, লাখপতি হয়েই ছাড়ল স্কুল!

ছেলেকে ‘শাস্তি দিতে’ কাজে পাঠালেন মা, লাখপতি হয়েই ছাড়ল স্কুল! - the Bengali Times
ছবি সংগৃহীত

মা চেয়েছিলেন পরিশ্রম করে জীবনের কঠিন ও বাস্তব পরিস্থিতির জন্য ছেলেকে তৈরি করতে। সেজন্য ছেলেকে স্ন্যাকস বিক্রির এক দোকানে কাজ করতে পাঠিয়ে দেন। পরে পূর্ব চীনের বাসিন্দা ১৭ বছর বয়সী শেন নামের ওই ছেলে মাত্র দশ দিনে ১০ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা) আয় করার পর স্কুলই ছেড়ে দেয়।

শেনের মা দেং ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রান্নার স্কুলে ছেলের গ্রেড কমতে শুরু করলে তিনি এ সিদ্ধান্ত নেন। কারণ, ছেলে শেন তাকে বলেছিল— পড়াশোনা অর্থহীন তাই সে আর স্কুলে যেতে চায় না। সেজন্য ছেলেকে বাস্তবতার সঙ্গে পরিচয় করালেই পুঁথিগত শিক্ষার বদলে আসল শিক্ষা নিতে আগ্রহী হবে সে। তাই ছেলে শেনকে বাস্তব জীবনের বাধা মোকাবিলা করে অর্থ উপার্জনের নির্দেশ দেন।

- Advertisement -

রিলস বানাতে ট্রেনের ইঞ্জিন টানছে মোটরসাইকেল, অতঃপর …রিলস বানাতে ট্রেনের ইঞ্জিন টানছে মোটরসাইকেল, অতঃপর …
তিন বছরেরও বেশি সময় ধরে ঝেজিয়াং প্রদেশের জিয়াক্সিংয়ের একটি রাস্তার দোকানে ফ্রাইড চিকেন বিক্রি করা দেং বিশ্বাস করতো তার ছেলেকে বাস্তবতার সঙ্গে পরিচয় করালে শিক্ষাকে আরও গুরুত্ব সহকারে নেবে। মা দেংয়ের নির্দেশনায় শেন একটি স্ন্যাকস স্টল তৈরি করে। তার দোকানটি তৈরিতে সে একটি বৈদ্যুতিক বাইক ব্যবহার করে এবং মাকে অবাক করে কাজে নেমে পড়ে।

দেং সংবাদমাধ্যমে জানান, তার ছেলে শেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খাবার তৈরি করতে শুরু করত। ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেল ৪টায় স্টল বসিয়ে রাত ৩টা পর্যন্ত বিক্রি করতো।

অন্ধকারে গৃহবধূকে কামড়, তাড়া খেয়ে পালাল নেকড়েঅন্ধকারে গৃহবধূকে কামড়, তাড়া খেয়ে পালাল নেকড়ে
‘আমার ছেলে খুবই পরিশ্রমী। আমি আশা করিনি সে কাজের প্রতি এতটা আসক্ত হয়ে পড়বে’, দেং ওয়াশিংটন পোস্টকে বলেন। তিনি বলেন, ‘একটি ১৭ বছর বয়সী ছেলে স্বাধীন চিন্তাভাবনা করছে। বাবা-মা হিসাবে, আমরা যা করতে পারি তা হলো আমাদের সমর্থন অব্যাহত রাখা।’

- Advertisement -

Related Articles

Latest Articles