-0.1 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন

দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন - the Bengali Times
সানি লিওন

পর্নদুনিয়া ছেড়ে অভিনয়ে নাম লিখেয়েছেন সানি লিওন। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরও কেড়েছেন তিনি। এবার রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে হতবাক অভিনেত্রীর ভক্তরা। শুরু হয়েছে তাকে নিয়ে নতুন সমালোচনা। এ নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

মানি লন্ডারিং কী, কেন করা হয় এবং এর শাস্তি কী?মানি লন্ডারিং কী, কেন করা হয় এবং এর শাস্তি কী?
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার লিখেছে, কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি। সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম। অন্যদিকে, বজবজ নামের একটি কলেজের মেধাতালিকাতেও নাম উঠেছে সানির। বিষয়টি নিয়েতদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

- Advertisement -

মেধা তালিকার এ বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সানি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘তোমরা কি আমার সেমিস্টারে।’

সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাঙিয়ে তথ্য বিকৃত করে ঘটনাটি ঘটিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles