-2.7 C
Toronto
রবিবার, মার্চ ২৩, ২০২৫

‘পুরুষেরা বিয়ের চাপ অনুভব করেন না’

‘পুরুষেরা বিয়ের চাপ অনুভব করেন না’ - the Bengali Times
রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সুশান্তর মৃত্যুর পর মাদক মামলায় জড়িয়ে কারাভোগও করেন রিয়া। সবকিছু পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরেছেন এই অভিনেত্রী। গুঞ্জন উড়ছে, ভারতীয় উদ্যোক্তা নিখিল কামাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। খুব শিগগির বিয়ের পিঁড়িতেও বসবেন এই যুগল!

কয়েক দিন আগে হিউম্যান অব বম্বেকে সাক্ষাৎকার দিয়েছেন রিয়া চক্রবর্তী। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিয়ের সঠিক বয়স কোনটা? জবাবে রিয়া চক্রবর্তী বলেন, ‘বিয়ের কোনো সঠিক বয়স নেই।’

- Advertisement -

বিয়ের চাপ কেন শুধু নারীদের দেওয়া হয়? এ প্রশ্ন ছুড়ে দিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘পুরুষরা বিয়ের চাপ অনুভব করেন না। কারণ তাদের বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘড়ি।’

উদাহরণ টেনে রিয়া চক্রবর্তী বলেন, ‘আমার অধিকাংশ মেয়ে বন্ধু বিবাহিত, কেউ কেউ অন্তঃসত্ত্বা, কারো কারো বাচ্চাও আছে। তাদের বয়স ৪০ বছর। আমার কিছু বন্ধু রয়েছে, যারা ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করেছে। এই দুই অংশকে তুলনা করলে ৩০-৪০ বছরের মধ্যে বিয়ে করা উচিত।’

নিজের বিয়ের বিষয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘এক্সেল শীটে বিয়ের সুবিধা ও অসুবিধার একটি তালিকা আমার কাছে আছে। সেখানে চল্লিশের ক্যাটাগরি (৪০ বছরে বিবাহিতরা) বিজয়ী। আমার বয়স ৩২ বছর। আমার মনে হয় না, বিয়ের জন্য আমি প্রস্তুত। কারণ পেশাগত জীবনে আমি আরো অনেক কিছু করতে চাই।’

২০১২ সালে তেলেগু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রিয়া চক্রবর্তী। পরের বছরই ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। এরপর আরো বেশ কটি সিনেমায় অভিনয় করেন রিয়া। তাকে শেষ দেখা গেছে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’ সিনেমায়। এটি ২০২১ সালে মুক্তি পায়।

- Advertisement -

Related Articles

Latest Articles