10.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

ওমরাহ যাত্রীর বেশে পালাতে গিয়ে গ্রেপ্তার বদির ক্যাশিয়ার

ওমরাহ যাত্রীর বেশে পালাতে গিয়ে গ্রেপ্তার বদির ক্যাশিয়ার - the Bengali Times
সংগৃহীত ছবি

কক্সবাজারের ইয়াবা কারবারে সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র পরিচালক আ ন ম ইমরান খান।

র‌্যাব জানায়, ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালাচ্ছিলেন তিনি। সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

- Advertisement -

তিনি জানান, গত ৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম মূলহোতা সাবেক বিতর্কিত সংসদ সদস্য ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন। তাকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যে জানা যায়, অভিযুক্ত সালাহ উদ্দিন সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবস্থান করছেন। র‍্যাবের সদস্যরা যেতে যেতে সালাহ উদ্দিন বিমানে ওঠে পড়েন। এরপর এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles